আগামী ১৩ মে থেকে চার দিনের মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফরের অংশ হিসেবে তিনি সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সফর করবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।
মঙ্গলবার (২২ এপ্রিল) হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট এই সফরের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ১৩ থেকে ১৬ মে পর্যন্ত চলবে প্রেসিডেন্ট ট্রাম্পের এই সফর। তবে সফরে যাওয়ার আগে ট্রাম্প ২৫ এপ্রিল পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে রোমে উপস্থিত থাকবেন।
এই সফরকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে, কারণ দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই ট্রাম্পের প্রথম আন্তর্জাতিক সফর।
মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক প্রেক্ষাপট এখন অনেকটাই বদলেছে—সৌদি-ইরান সম্পর্ক চীনের মধ্যস্থতায় বরফ গলিয়েছে, ইয়েমেন যুদ্ধ প্রায় শেষের পথে, আর আইএসের প্রভাব অনেকটাই নিস্তেজ। এই পরিস্থিতিতে ট্রাম্পের সফর রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক থেকে নতুন মাত্রা যোগ করতে পারে।
বিশ্লেষকদের মতে, এই সফরের মূল লক্ষ্য হবে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা এবং উপসাগরীয় ধনী দেশগুলোর সঙ্গে বিনিয়োগ ও বাণিজ্যিক সহযোগিতা বাড়ানো। একইসাথে আলোচনায় আসতে পারে বৈশ্বিক অর্থনৈতিক সংকট এবং যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক শুল্কনীতি।
Leave a Reply