চারদিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দোহা অভিমুখে রওনা হন।
এই সফরের মূল লক্ষ্য হচ্ছে ‘আর্থনা সামিট ২০২৫’-এ অংশগ্রহণ, যেখানে অধ্যাপক ইউনূস আমন্ত্রিত হয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির পক্ষ থেকে। প্রেস উইং সূত্রে জানা গেছে, সামিটে অংশগ্রহণ ছাড়াও কাতারের আমিরের সঙ্গে তার একটি দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা রয়েছে।
‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা: স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান’ প্রতিপাদ্যে অনুষ্ঠিতব্য এই সামিটটি কাতারের পরিবেশ ও সংস্কৃতির টেকসই ব্যবহারে ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা নিয়ে গঠিত। এটি দ্বিতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে।
আগামী ২২ ও ২৩ এপ্রিল আয়োজিত এই সামিটে বৈশ্বিক টেকসই উন্নয়ন, উদ্ভাবন ও ঐতিহ্যগত জ্ঞানের সমন্বয়ে বিভিন্ন আলোচনা অনুষ্ঠিত হবে। থাকবে প্রেজেন্টেশন, ইন্টারঅ্যাকটিভ প্যানেল সেশন, ওয়ার্কশপ এবং গোলটেবিল বৈঠক।
অধ্যাপক ইউনূসের এই সফর কাতার-বাংলাদেশ সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের পাশাপাশি জলবায়ু ও টেকসই উন্নয়ন খাতে আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
Leave a Reply