সিলেট টেস্টের প্রথম দিনের হতাশা ভুলে দ্বিতীয় দিন শুরুতেই দুর্দান্ত ছন্দে ফিরেছে বাংলাদেশ। মেঘলা আকাশে দারুণ লাইন ও লেন্থে বল করে জিম্বাবুয়ের ব্যাটারদের চাপে ফেলেছেন দুই পেসার নাহিদ রানা ও হাসান মাহমুদ। দ্বিতীয় দিনের প্রথম সেশনেই তারা তুলে নিয়েছেন গুরুত্বপূর্ণ ৩ উইকেট।
সোমবার (২১ এপ্রিল) সকালে যখন খেলা শুরু হয়, জিম্বাবুয়ের স্কোর ছিল ৬৭ রান বিনা উইকেটে। কিন্তু দিন শুরু হওয়ার পর মাত্র ১৯ রানের ব্যবধানে তারা হারায় ৩টি উইকেট। এই ধস নামানোর পেছনে মূল ভূমিকা নেন নাহিদ ও হাসান।
প্রথম আঘাতটা দেন নাহিদ রানা। ইনিংসের ১৭তম ওভারে শর্ট বল করেন তিনি। বেন কুরান বল ছাড়তে গিয়ে গতি ও বাউন্সে বিভ্রান্ত হয়ে যান। বল তার গ্লাভসে লেগে শর্ট লেগে দাঁড়ানো মুমিনুল হকের হাতে ধরা পড়ে। ৫৫ বলে ১টি চারসহ ১৮ রান করেন কুরান।
২১তম ওভারে আবারও আক্রমণাত্মক নাহিদ। এবার শিকার ম্যান ইন ফর্ম বেনেট। গুড লেন্থের ডেলিভারিতে ব্যাটের কানায় লেগে বল চলে যায় উইকেটকিপার জাকের আলির গ্লাভসে। ৬৪ বলে ১০টি চারে ৫৭ রানে থামেন বেনেট।
পরের ওভারে নাহিদের সাফল্যে যোগ দেন হাসান মাহমুদ। স্টাম্প উড়িয়ে দেন নিল ওয়ালচকে। মাত্র ২ রানেই শেষ হয় তার ইনিংস। তখনো জিম্বাবুয়ের স্কোরবোর্ডে আর কোনো রান যোগ হয়নি।
এই দুই তরুণ পেসারের আগুন ঝরানো বোলিংয়ে সেশনের শুরুতেই জিম্বাবুয়ে পড়ে যায় চাপে। ম্যাচে ফিরতে এই মুহূর্তটাই হতে পারে বাংলাদেশের জন্য টার্নিং পয়েন্ট।
Leave a Reply