গাজায় ১৫ জন চিকিৎসাকর্মীর প্রাণহানির ঘটনায় নিজেদের দায় স্বীকার করে ‘ভুল বোঝাবুঝি’ থেকে এই ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। রোববার (২০ এপ্রিল) এক তদন্ত প্রতিবেদন প্রকাশ করে তারা এই মন্তব্য করে।
২৩ মার্চ গাজায় জাতিসংঘ, রেড ক্রিসেন্ট এবং দমকল বাহিনীর গাড়িবহরে হামলা চালায় আইডিএফ। হামলায় প্রাণ হারান জাতিসংঘের কর্মীসহ ১৫ জন স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট ব্যক্তি।
তদন্তে আইডিএফ জানায়, সেনারা ওই দ্রুতগতির গাড়িগুলোকে শত্রুপক্ষের বাহন মনে করেছিল। তাদের দাবি, হেডলাইট বন্ধ ছিল এবং বহরটি অনুমতি ছাড়া এগিয়ে গিয়েছিল।
তবে নিহত এক চিকিৎসাকর্মীর মোবাইল ভিডিও ফুটেজে ভিন্ন চিত্র উঠে এসেছে। সেখানে দেখা যায়, গাড়িগুলোর হেডলাইট এবং ফ্ল্যাশলাইট চালু ছিল এবং কর্মীরা হাই-ভিজ জ্যাকেট পরা অবস্থায় ছিলেন।
ফুটেজ বিশ্লেষণের পর আইডিএফ তাদের আগের বিবৃতি সংশোধন করে এবং ঘটনাটি ‘অনিচ্ছাকৃত ভুল’ বলে উল্লেখ করে। অভিযুক্ত ইউনিটের ডেপুটি কমান্ডারকে বরখাস্ত করা হয়েছে বলেও জানানো হয়।
বিবিসির এক অনুসন্ধান অনুযায়ী, এই হামলায় ইসরাইলি সেনারা ১০০টিরও বেশি গুলি ছুঁড়েছিল, যার কয়েকটি মাত্র ১২ মিটার দূর থেকে চালানো হয়েছিল। ফরেনসিক অডিও বিশ্লেষণেও এই তথ্যের সত্যতা পাওয়া গেছে।
অন্যদিকে, গাজায় এখনো থামেনি ইসরাইলের হামলা। রোববারও নতুন করে হামলা চালায় আইডিএফ, যাতে শিশুসহ আরও সাধারণ মানুষ হতাহত হন। চলমান সংঘাতে মৃতের সংখ্যা ইতোমধ্যেই ৫১ হাজার ২০০ ছাড়িয়েছে।
Leave a Reply