আজ সোমবার (২১ এপ্রিল) দেশের অন্তত ১৪টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এ ঝড়ের সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের স্বাক্ষরিত এক সতর্কবার্তায় জানানো হয়, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এর প্রেক্ষিতে সংশ্লিষ্ট অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়াও, আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন বিভাগে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানো এবং বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। পরবর্তী সপ্তাহে বৃষ্টিপাতের হার আরও বাড়ার পূর্বাভাস রয়েছে।
নাগরিকদের বিশেষ করে নদীপথে চলাচলকারী ব্যক্তিদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
Leave a Reply