চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার আতুরার ডিপো এলাকায় একটি সিএনজি অটোরিকশায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় দুই যাত্রী দগ্ধ হয়েছেন। রবিবার (২০ এপ্রিল) ভোর ৫টার দিকে ঘটে যাওয়া এই ঘটনায় দগ্ধদের মধ্যে একজনকে ঢাকায় পাঠানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য, অপরজনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
দগ্ধদের নাম লায়লা (৫০) ও ঝর্ণা (৩০)। তারা সম্পর্কে দুই বোন এবং চট্টগ্রামের রাউজান পৌরসভার ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
অটোরিকশার চালক মো. জমির জানান, ভোরে যাত্রীরা কুতুবদিয়া মালেক শাহ’র দরবারে যাওয়ার পথে আতুরার ডিপো এলাকায় পৌঁছালে তিনজন মুখোশধারী ব্যক্তি হঠাৎ করে পেট্রোল বোমা ছুঁড়ে মারে। হামলার পরপরই এলাকা থেকে পালিয়ে যায় তারা। হামলায় অটোরিকশার পাঁচ যাত্রীর মধ্যে লায়লা ও ঝর্ণা দগ্ধ হন।
তিনি আরও জানান, হামলাকারীরা মুখোশ পরে থাকায় তাদের শনাক্ত করা সম্ভব হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে।
Leave a Reply