টানা তিন জয়ে নারী ক্রিকেট বিশ্বকাপের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু শেষ ধাপে এসে স্বপ্নপূরণে বাধা হয়ে দাঁড়ালো পাকিস্তান। শনিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরে বিশ্বকাপ অভিযানে অনিশ্চয়তা তৈরি করেছে নিগার সুলতানার দল। এখন বিশ্বকাপে জায়গা করে নিতে হলে তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলাফলের দিকে।
টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। মাত্র ২১ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় দলটি। রিতু মনি ও ফাহিমা খাতুনের ইনিংসে সম্মানজনক স্কোর গড়ে টাইগ্রেসরা। রিতু ৭৬ বলে ৫ চারে ৪৮ রান করেন, ফাহিমা খেলেন ৫৩ বলে অপরাজিত ৪৪ রানের কার্যকর ইনিংস। নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশ সংগ্রহ করে ৯ উইকেটে ১৭৮ রান।
জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান শুরুতে শাওয়াল জুলফিকারকে হারালেও এরপর দারুণভাবে ঘুরে দাঁড়ায়। মুনিবা আলি ও সিদরা আমিনের ৮০ রানের পার্টনারশিপ এবং মুনিবার ৬৯ রানের ইনিংস ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। শেষ দিকে আলিয়া রিয়াজের অপরাজিত ৫২ রানে সহজ জয় নিশ্চিত করে স্বাগতিকরা।
এই পরাজয়ে পাঁচ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে বাছাই পর্ব শেষ করেছে বাংলাদেশ। এখন ওয়েস্ট ইন্ডিজ যদি থাইল্যান্ডকে হারিয়ে পয়েন্ট সমান করে, তাহলে রান রেটের ভিত্তিতে চূড়ান্ত হবে কোন দল বিশ্বকাপে যাবে।
Leave a Reply