গাজায় ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে ছড়িয়ে পড়া ফিলিস্তিনপন্থী আন্দোলনের জেরে দেশটিতে শিক্ষার্থী ভিসা বাতিলের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। সম্প্রতি প্রকাশিত আল জাজিরার এক প্রতিবেদনে জানা গেছে, আন্দোলনে জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্র প্রায় ৫ হাজার বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে, যার মধ্যে বাংলাদেশিরাও রয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, অধিকাংশ শিক্ষার্থীই ‘এফ-১’ ক্যাটাগরির ভিসাধারী ছিলেন এবং অনেকেই সম্প্রতি স্নাতক সম্পন্ন করেছেন। আন্দোলনে অংশগ্রহণ এবং অভিবাসন নীতিমালার কড়াকড়ির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
২০২৪ সালে গাজায় ইসরায়েলের সহিংসতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যাপক প্রতিবাদ ছড়িয়ে পড়ে। অনেক শিক্ষার্থী সরাসরি রাজপথে নেমে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেন। ওই সময় ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন—ক্ষমতায় ফিরলে এসব ‘বিদেশি আন্দোলনকারীদের’ বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন। বর্তমানে সেই হুমকিই বাস্তবে রূপ নিচ্ছে বলে মনে করছেন অনেকে।
মার্কিন ইমিগ্রেশন লইয়ার্স অ্যাসোসিয়েশনের তথ্যমতে, শুধু সাম্প্রতিক সময়েই ৩২৭টি শিক্ষার্থী ভিসা বাতিল করা হয়েছে, যার মধ্যে প্রায় অর্ধেকই ভারতীয় শিক্ষার্থী। এছাড়া ১৪ শতাংশ নেপালি এবং বাংলাদেশিসহ আরও কয়েকটি দেশের শিক্ষার্থীরা রয়েছেন এই তালিকায়।
এদিকে, শিক্ষার্থীদের অনেকে অভিযোগ করছেন, ভিসা বাতিলের সময় সুনির্দিষ্ট কোনো নীতিমালা অনুসরণ করা হয়নি। গ্রেফতারের ঘটনাও ঘটেছে কিছু ক্ষেত্রে। ফলে যুক্তরাষ্ট্রে অবস্থানরত আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে।
Leave a Reply