আইসিসি নারী বিশ্বকাপ বাছাইপর্বে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে ভরাডুবির শিকার হয়েছে বাংলাদেশ নারী দল। লাহোরে শনিবার (১৯ এপ্রিল) ম্যাচের শুরুতেই স্বাগতিক দলের অধিনায়ক ও পেসার ফাতিমা সানার আগুনঝরা স্পেলে ছন্দ হারিয়ে ফেলে টাইগ্রেসরা।
মাত্র ২১ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তবে মিডল অর্ডারে হাল ধরেন অভিজ্ঞ অলরাউন্ডার রিতু মনি। ইনিংস গুছিয়ে নিতে থাকলেও ফিফটির আগে নার্ভাস মোমেন্টে থেমে যান তিনি। ৪৮ রানে সাজঘরে ফেরেন এই নির্ভরযোগ্য ব্যাটার।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ওপেনিংয়ে ফারজানা হকের জায়গায় আনা হয় দিলারা আক্তারকে। কিন্তু বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। ফারজানা ৭ বল খেলে শূন্য রানে ফেরেন ফাতিমা সানার শিকারে। দ্বিতীয় ওপেনার দিলারা ভালো শুরু করলেও থিতু হতে পারেননি, ১৪ বলে ১৩ রান করে বোল্ড হন সাদিয়া ইকবালের বলে।
অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এদিনও ব্যর্থ ছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রান না পেলেও পাকিস্তানের বিপক্ষে পারেননি সেখানকার শূন্যতা পূরণ করতে। মাত্র ৬ বল খেলে ১ রান করেই দ্বিতীয়বার ফাতিমার শিকারে পরিণত হন তিনি।
এরপর রিতু মনি কিছুটা স্থিতি আনেন ইনিংসে। তার ইনিংসেই বাংলাদেশের স্কোর ভর করে এগোয়। তবে তাকে সঙ্গ দিতে ব্যর্থ হন অন্য ব্যাটাররা। শারমিন আক্তার করেন ২৪ রান, নাহিদা আক্তার করেন ১৯।
এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত ৪০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ১৪১ রান।
Leave a Reply