তিন ম্যাচ ধরে জয়শূন্য থাকার পর অবশেষে হাসি ফিরেছে শেফিল্ড ইউনাইটেড শিবিরে। শুক্রবার (১৮ এপ্রিল) রাতে ইংলিশ চ্যাম্পিয়নশিপে কার্ডিফ সিটির বিপক্ষে ২-০ গোলের দারুণ জয় তুলে নিয়েছে দলটি। এ জয়ে প্রিমিয়ার লিগে খেলার স্বপ্ন আবারও জ্বলে উঠেছে হামজাদের।
বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরী পুরো ম্যাচজুড়ে ছিলেন দুর্দান্ত। রক্ষণ ও মাঝমাঠে তার দৃঢ় উপস্থিতি দলকে আস্থা জুগিয়েছে। যদিও ম্যাচের ৬৯তম মিনিটে একটি ফাউলের কারণে হলুদ কার্ড দেখতে হয় তাকে, তবু পুরো ৯০ মিনিট খেলায় ছিলেন প্রাণবন্ত।
ঘরের মাঠে শুরু থেকেই আধিপত্য দেখায় শেফিল্ড। একাধিক সুযোগ হাতছাড়া করার পর ৩৩তম মিনিটে গোল করে লিড এনে দেন গুস্তাভো হ্যামার। বিরতিতে যাওয়ার আগে এগিয়ে ছিল স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার বজায় রাখে শেফিল্ড ইউনাইটেড। ম্যাচের শেষদিকে, ৮৭তম মিনিটে ব্রেরেটন দিয়াজের দারুণ এক গোল নিশ্চিত করে দলের জয়।
রক্ষণভাগে হামজার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। তিনি করেন ৪টি ট্যাকল, যার মধ্যে ২টি ছিল বিপজ্জনক অবস্থানে বক্সের ভেতর। এছাড়া তার ছিল ৪টি ক্লিয়ারেন্স, ১টি ব্লক শট এবং ৮২ শতাংশ সফল পাসিং।
এই জয়ে ৪৩ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে শেফিল্ড। সমান ম্যাচে ৯১ পয়েন্ট নিয়ে শীর্ষে লিডস ইউনাইটেড এবং দ্বিতীয় স্থানে আছে বার্নলি।
চ্যাম্পিয়নশিপ থেকে তিনটি দল প্রিমিয়ার লিগে ওঠার সুযোগ পায়—শীর্ষ দুই দল সরাসরি, আর বাকি চার দল খেলবে প্লে-অফ। সামনে রয়েছে শেফিল্ডের আর মাত্র তিনটি ম্যাচ, যেখানে প্রতিটি জয় হতে পারে ভাগ্য বদলের চাবিকাঠি।
Leave a Reply