যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ইউক্রেন-রাশিয়া শান্তি আলোচনায় কাঙ্ক্ষিত অগ্রগতি না হলে যুক্তরাষ্ট্র আর মধ্যস্থতায় থাকছে না। শুক্রবার (১৮ এপ্রিল) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন,
যদি কোনো পক্ষ অহেতুক জটিলতা তৈরি করে, আমরা তাদের বলবো—তোমরা বোকা, এবং আমরা এই আলোচনা থেকে সরে যাচ্ছি।
ট্রাম্প আরও বলেন, “আমি আগামী কয়েকদিনের মধ্যেই যুদ্ধবিরতি প্রত্যাশা করছি না, তবে এটা খুব দ্রুত হওয়া উচিত।” তিনি এও যোগ করেন যে, যুক্তরাষ্ট্র এই সংঘাত অবসান চায়, কিন্তু তা যদি দীর্ঘায়িত হয় বা পক্ষগুলো গড়িমসি করে, তবে মার্কিন প্রশাসনের পক্ষে এতে যুক্ত থাকা সম্ভব নয়।
এর কিছুক্ষণ আগেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইউরোপীয় নেতাদের সঙ্গে প্যারিসে বৈঠক শেষে এক হুঁশিয়ারি দেন—“শান্তি আলোচনায় স্পষ্ট অগ্রগতি না থাকলে আমরা মধ্যস্থতা থেকে সরে যাব। সপ্তাহের পর সপ্তাহ সময় নষ্ট করার মতো সময় আমাদের নেই।”
এদিকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। ইউক্রেনের দাবি, তারা অন্তত ২৫টি রুশ ড্রোন গুলি করে ধ্বংস করেছে এবং আরও ৩০টি ড্রোন ইলেকট্রনিক হামলায় পথ হারিয়েছে। বিপরীতে রাশিয়া জানিয়েছে, তারা পূর্ব ইউক্রেনের একটি গ্রাম দখল করেছে এবং ছয়টি অঞ্চলে ইউক্রেনের ৭১টি ড্রোন হামলা প্রতিহত করেছে।
চলমান সংঘাতের মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইউক্রেন একটি খনিজসম্পদ চুক্তি স্বাক্ষরের প্রস্ততি নিচ্ছে। ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ইউলিয়া সভিরিডেঙ্কো জানিয়েছেন, এই যৌথ উদ্যোগে তৈরি খসড়া চুক্তি আগামী ২৪ এপ্রিল স্বাক্ষর হবে। পাশাপাশি ইউক্রেন পুনর্গঠনে একটি বিনিয়োগ তহবিল গঠনের কাজও এগিয়ে চলছে।
Leave a Reply