দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির এখনও উন্নতি হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে শিগগিরই এ পরিস্থিতির সমাধান হবে বলে প্রত্যাশা প্রকাশ করেছেন তিনি।
সোমবার (১২ জানুয়ারি) ঠাকুরগাঁওয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে সরকার এখনো কোনো অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারেনি, যা স্পষ্টভাবে সরকারের ব্যর্থতা। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতিরও দৃশ্যমান কোনো উন্নতি হয়নি। তবে বিএনপি আশাবাদী, খুব শিগগিরই এই পরিস্থিতির সমাধান হবে।”
ক্রিকেট বোর্ড, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ এবং ক্রিকেটার মোস্তাফিজুর রহমান ইস্যুতেও কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, “ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক রাজনীতি এবং দেশের সম্মান জড়িত। দেশের একজন ক্রিকেটারকে অপমান করা মানে পুরো দেশকেই অপমান করা।”
এসময় বিসিবির সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, “ক্রিকেট নিয়ে বোর্ডের যে সিদ্ধান্ত, বিএনপি এতে একমত। তবে ছোটখাটো বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধান করাই শ্রেয়।”
দেশের রাজনৈতিক কাঠামো পুনর্গঠনে বিএনপির ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, “বিএনপি একটি পরীক্ষিত রাজনৈতিক দল। একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্রে প্রত্যাবর্তন, সংস্কার কার্যক্রম, মুক্ত সাংবাদিকতা এবং বিচার বিভাগের স্বাধীনতা— এসব অর্জনের পেছনে বিএনপির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।”
তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে তিস্তা, পদ্মাসহ অভিন্ন নদীগুলোর ন্যায্য পানিবণ্টন নিশ্চিত করতে ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। “পারস্পরিক সম্মানের ভিত্তিতে আমরা আমাদের ন্যায্য অধিকার আদায় করব,” বলেন তিনি।
বিদেশে অবস্থানরত সমালোচকদের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “বিদেশে বসে যারা বড় বড় কথা বলে, তাদের কাছে ফ্যাসিবাদ কেবল একটি শব্দ। আমাদের কাছে তা বাস্তব অভিজ্ঞতা। আমরা ফ্যাসিস্টদের তাড়াতে জানি, লড়াই করতেও জানি।”
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্থগিত হওয়া উত্তরাঞ্চল সফর প্রসঙ্গে তিনি বলেন, “উত্তরবঙ্গ তার পিতৃভূমি। পরবর্তীতে অবশ্যই তিনি এই অঞ্চলে সফর করবেন।”
Leave a Reply
You must be logged in to post a comment.