গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর স্থায়ী উপস্থিতি নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। বুধবার (১৬ এপ্রিল) এক বিবৃতিতে তিনি বলেন, “গাজায় ইসরায়েলি সেনাদের উপস্থিতি আর কখনোই শূন্য থাকবে না।” তুর্কি সংবাদ সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
ইসরায়েল কাটজ আরও জানান, “এর আগে গাজায় আমাদের স্থায়ী সামরিক উপস্থিতি ছিল না, কিন্তু এখন থেকে নিরাপত্তা জোনগুলোতে লেবানন ও সিরিয়ার সীমান্ত এলাকার মতোই আমাদের সেনারা নিয়মিত থাকবে। গাজার জনগণ ও ইসরায়েলি কমিউনিটির মাঝে একটি নিরাপত্তা ব্যারিকেড হিসেবে কাজ করবে এই বাহিনী।”
তিনি স্বীকার করেন, চলমান অভিযান গাজার জনগণের জন্য ব্যাপক দুর্ভোগ ও বাস্তুচ্যুতির কারণ হয়েছে। তবে পরিস্থিতি বদলের সম্ভাবনা আপাতত নেই বলেও জানান প্রতিরক্ষামন্ত্রী।
মানবিক সহায়তা প্রবেশের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন, “যদি গাজায় ত্রাণ প্রবেশ করতে দেওয়া হয়, হামাস সেই ত্রাণ জনগণের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে। আমরা সেটা কখনোই মেনে নেব না। আমাদের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ আগে।”
ইসরায়েলের এই ঘোষণায় মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা নতুন করে বাড়তে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। বিশেষ করে গাজা উপত্যকায় দীর্ঘস্থায়ী সামরিক উপস্থিতির প্রভাব নিয়ে আন্তর্জাতিক মহল গভীর উদ্বেগ প্রকাশ করছে।
Leave a Reply