বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব থেকে মুক্ত হয়ে দলের পূর্ণ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তারেক রহমান। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।
রাত সাড়ে ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিএনপির এক সিনিয়র নেতা জানান, এটি পূর্বনির্ধারিত কোনো বৈঠক নয় এবং নির্দিষ্ট এজেন্ডাও নেই। তবে বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানেই তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করার সিদ্ধান্ত আসতে পারে।
এর আগে গত ৪ জানুয়ারি সিলেটে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইঙ্গিত দিয়েছিলেন, খুব শিগগিরই তারেক রহমানকে দলের চেয়ারম্যান নির্বাচিত করা হবে। তিনি বলেছিলেন, “দু’একদিনের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।”
উল্লেখ্য, ২০১৮ সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর তারেক রহমানকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়। সম্প্রতি গত ৩০ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার ইন্তেকালের মাধ্যমে বিএনপির সর্বোচ্চ নেতৃত্বের পদটি শূন্য হয়। সেই প্রেক্ষাপটে এখন দলের স্থায়ী নেতৃত্বে আনুষ্ঠানিক পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি।
রাজনৈতিক অঙ্গনে ধারণা করা হচ্ছে, তারেক রহমান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলে দলীয় সাংগঠনিক কাঠামো আরও সক্রিয় হবে এবং আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির কৌশল নির্ধারণে নতুন গতি আসবে।
Leave a Reply
You must be logged in to post a comment.