1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বন্ড তালিকায় বাংলাদেশসহ ৩৮ দেশ, দিতে হবে সর্বোচ্চ ১৫ হাজার ডলার জামানত

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১২ Time View

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর নতুন একটি ভিসা বন্ড নীতি কার্যকর করেছে, যার আওতায় বাংলাদেশসহ ৩৮টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই দেশগুলোর নাগরিকরা যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য আবেদন করার সময় সর্বোচ্চ ১৫,০০০ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ লাখ ৩৫ হাজার টাকা) জামানত দিতে বাধ্য থাকবেন।

মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এই তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকরা বি১/বি২ ভিসার জন্য আবেদন করলে জামানতের অঙ্ক ৫,০০০, ১০,০০০ বা ১৫,০০০ ডলারের মধ্যে নির্ধারণ করা হবে। এই বন্ডের অর্থ পরিশোধ এবং শর্ত মেনে চলা নিশ্চিত করতে আবেদনকারীদের মার্কিন ট্রেজারি বিভাগের পে.গভ (Pay.gov) পোর্টালের মাধ্যমে সম্মতি দিতে হবে।

নতুন নীতি ২১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে। বন্ড ভিসাধারীরা শুধু তিনটি নির্ধারিত বিমানবন্দর দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন – বোস্টন লোগান, জন এফ. কেনেডি ও ওয়াশিংটন ডুলস আন্তর্জাতিক বিমানবন্দর।

তালিকাভুক্ত দেশগুলো মূলত আফ্রিকা, লাতিন আমেরিকা ও দক্ষিণ এশিয়ার দেশ। বাংলাদেশের পাশাপাশি তালিকায় রয়েছে আলজেরিয়া, ভুটান, নেপাল, নাইজেরিয়া, ভেনেজুয়েলা, জিম্বাবুয়ে সহ আরও ৩৫টি দেশ।

ভিসা বন্ড হলো এক ধরনের আর্থিক নিশ্চয়তা, যা নিশ্চিত করে যে ভিসাধারীরা ভিসার শর্ত, বিশেষ করে থাকার সময়সীমা মেনে চলবে। এই নতুন নীতির মাধ্যমে যুক্তরাষ্ট্র সম্ভাব্য অবৈধভাবে প্রবেশ বা দীর্ঘ সময় থাকার ঝুঁকি কমাতে চাইছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss