কেএম সবুজঃ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিএকএসপি)-এর তরুণ ক্রিকেটার রাব্বি গাছি (২০) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকার সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। একমাত্র ছেলেকে হারিয়ে পাগলপ্রায় তার পরিবার।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত সপ্তাহে জ্বর হলে মাদারীপুরের শিবচরের একটি হাসপাতালে ভর্তি হয়। পরে টেস্টে ডেঙ্গু ধরা পড়লে গত ৯ই নভেম্বর তাকে ঢাকার সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করে তার পরিবার। সাত দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়। রাব্বি শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর গ্রামের জাহাঙ্গীর গাছির ছেলে। ঢাকা কলেজে দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিল রাব্বি। ২০২০ সালে বিকেএসপির ক্রিকেট বয়সভিত্তিক বালক দলে ভর্তি হয়েছিল। খেলায় অংশ নিতে সুইজারল্যান্ড ও ভারত সফরও করেছিল রাব্বি।
স্থানীয়রা জানান, রাব্বি খেলাধুলা নিয়েই থাকতো। বাড়িতে এলে এলাকার ছেলেদের নিয়ে খেলাধুলা করতো।
দুবার বিদেশে গিয়েও খেলেছে। রাব্বির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রাব্বির বাবা জাহাঙ্গীর গাছি বলেন, আমার ছেলে খেলাধুলায় ভালো ছিল। ও বিদেশে গিয়েও খেলেছে। ঘরভর্তি নানান ট্রফি পড়ে আছে। আমার রাব্বি নাই।
Leave a Reply