সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় ভোররাতে ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) ভোরে হঠাৎ এই ভূকম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। তবে এখন পর্যন্ত কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ইউরো-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ও আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৪। এর উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের ধিং শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে এবং গুয়াহাটি থেকে আনুমানিক ৬৮ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে।
সংস্থাগুলো জানায়, ভূমিকম্পটি ভূপৃষ্ঠের প্রায় ৩৫ কিলোমিটার গভীরে সংঘটিত হয়। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ও ইএমএসসি’র তথ্য অনুযায়ী, ভোর ৪টা ৪৭ মিনিট ৩৮ সেকেন্ডে এই ভূকম্পন রেকর্ড করা হয়।
ভৌগোলিক অবস্থানের কারণে উৎপত্তিস্থলের কাছাকাছি থাকায় সিলেট অঞ্চলে ভূমিকম্পের কম্পন তুলনামূলকভাবে বেশি অনুভূত হয়। সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ রুদ্র তালুকদার জানান, ভূমিকম্পটির কেন্দ্র ভারতের আসাম রাজ্যে হলেও সিলেট অঞ্চল খুব কাছাকাছি হওয়ায় এখানে কম্পন স্পষ্টভাবে টের পাওয়া গেছে।
তিনি আরও জানান, এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট দপ্তরগুলো সতর্ক অবস্থায় রয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.