আফ্রিকার মধ্যাঞ্চলের দেশ কঙ্গো প্রজাতন্ত্রে এক মর্মান্তিক নৌদুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৫০ জন যাত্রী। ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে, যখন যাত্রীবোঝাই একটি মোটরচালিত নৌকায় হঠাৎ আগুন ধরে যায় এবং পরবর্তীতে সেটি ডুবে যায়। এখনও নিখোঁজ রয়েছেন শতাধিক মানুষ।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, প্রায় ৪০০ যাত্রী নিয়ে নৌকাটি মাতানকুমু বন্দর থেকে রওনা হয়ে বোলোম্বা অঞ্চলের দিকে যাচ্ছিল। কঙ্গো নদী পেরিয়ে এমবান্ডাকা শহরের কাছাকাছি পৌঁছালে হঠাৎ নৌকাটিতে আগুন ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, onboard রান্নার সময় আগুনের সূত্রপাত হয়।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, এখন পর্যন্ত প্রায় ১০০ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের অনেকেই আগুনে দগ্ধ হয়েছেন। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে, নিখোঁজদের সন্ধানে কাজ করছে উদ্ধারকারী দল।
প্রায়ই নৌপরিবহন ব্যবস্থার দুর্বলতা এবং অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে কঙ্গোতে এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। তবে এবারের ঘটনায় প্রাণহানির সংখ্যা এবং ভয়াবহতা নতুন করে নৌপথ নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে।
Leave a Reply