গাজা উপত্যকায় নতুন করে চালানো ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন বলে আল জাজিরা-কে জানিয়েছেন চিকিৎসা সংশ্লিষ্ট সূত্রগুলো। বুধবার ভোর থেকে এসব হামলা শুরু হয় এবং সাম্প্রতিক ঘন্টাগুলোতে তা আরও ভয়াবহ আকার ধারণ করেছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ১৮ মার্চ হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল নতুন করে হামলা শুরু করার পর থেকে প্রায় ৫ লাখ ফিলিস্তিনি আবারও বাস্তুচ্যুত হয়েছেন। এই বিপুলসংখ্যক মানুষ এখন মানবিক সংকটে পড়েছেন, যাদের আশ্রয়, খাদ্য ও চিকিৎসা তীব্রভাবে সংকটাপন্ন।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, গাজায় মানবিক সহায়তা প্রবেশ ঠেকানো হচ্ছে—এটি ‘চাপ প্রয়োগের একটি কৌশল’ হিসেবে ব্যবহার করছে ইসরায়েল, যার উদ্দেশ্য হামাসকে দুর্বল করা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, চলমান এই যুদ্ধে গত ১৮ মাসে এখন পর্যন্ত কমপক্ষে ৫১,০২৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১,১৬,৪৩২ জনের বেশি। তবে গাজার সরকারি মিডিয়া অফিস বলছে, প্রকৃত মৃতের সংখ্যা ৬১,৭০০ ছাড়িয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে আরও বহু মানুষ চাপা পড়ে আছেন, যারা নিখোঁজ এবং সম্ভবত মৃত।
অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে চালানো হামলায় ১,১৩৯ জন নিহত হন এবং দুই শতাধিককে অপহরণ করা হয়, যা এই যুদ্ধের সূত্রপাত ঘটায়।
Leave a Reply