ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সারা দেশে রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’ ব্যানারে এ কর্মসূচির ডাক দেওয়া হয়। বুধবার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড়ে এক ঘোষণার মাধ্যমে শিক্ষার্থীরা প্রায় আট ঘণ্টার সড়ক অবরোধ শেষে এই কর্মসূচি প্রকাশ করেন।
কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি জুবায়ের পাটোয়ারী জানান, কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হলেও শিক্ষার্থীদের দাবি লিখিতভাবে মেনে নেওয়ার আশ্বাস না পাওয়ায় এই কঠোর কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, “বারবার দাবি জানানো সত্ত্বেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। কুমিল্লা পলিটেকনিক শিক্ষার্থীদের ওপর হামলারও ন্যায্য প্রতিবাদ করছি আমরা। কালকের কর্মসূচিতে কেউ সচিবালয়ে যাবে না—আমাদের দাবির বিষয়ে কথা বলতে হলে সংশ্লিষ্টদেরকেই আমাদের কাছে আসতে হবে।”
বুধবার সকাল থেকেই রাজধানীর তেজগাঁও সাতরাস্তা ও শিল্পাঞ্চল এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এতে রাজধানীতে ব্যাপক যানজট সৃষ্টি হয় এবং জনভোগান্তি চরমে পৌঁছায়।
শিক্ষার্থীদের ছয় দফা দাবি:
🔸ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের ৩০% প্রমোশন কোটা বাতিল ও অবৈধ নিয়োগ স্থগিত।
🔸ডিপ্লোমা কোর্সে বয়সভিত্তিক ভর্তি বাতিল ও চার বছর মেয়াদি আন্তর্জাতিক মানের কারিকুলাম চালু।
🔸সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের নিম্ন পদে নিয়োগ বন্ধ ও আইনগত পদক্ষেপ গ্রহণ।
🔸কারিগরি শিক্ষাবিহীন জনবল নিয়োগ নিষিদ্ধ এবং শিক্ষিত জনবল দিয়ে পদ পূরণ।
🔸স্বতন্ত্র ‘কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়’ গঠন এবং শিক্ষা সংস্কার কমিশন প্রতিষ্ঠা।
🔸কারিগরি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপন।
পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউটের পাস করা শিক্ষার্থীদের জন্য চারটি নির্মাণাধীন ইঞ্জিনিয়ারিং কলেজে (নড়াইল, নাটোর, খাগড়াছড়ি ও ঠাকুরগাঁও) দ্রুত অস্থায়ী ক্যাম্পাস চালুর দাবি জানানো হয়েছে। শিক্ষার্থীরা চান, এসব কলেজ DUET-এর অধীনে একাডেমিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে পরবর্তী সেশন থেকেই শতভাগ আসনে ভর্তি নিশ্চিত করা হোক।
Leave a Reply