1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৫:২৬ পূর্বাহ্ন

ভোটের আগে বড় ধাক্কা: পশ্চিমবঙ্গে খসড়া তালিকা থেকে বাদ ৫৮ লাখ ভোটার

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১০ Time View

ভোটের মুখে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা নিয়ে চরম বিতর্ক। স্পেশাল ইনটেনসিভ রিভিশনের খসড়া তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ৫৮ লাখ ভোটারের নাম। একই সঙ্গে আরও ১ কোটি ৬৬ লাখ ভোটারকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন।ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ভোটার তালিকার নিবিড় নিরীক্ষণ বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়ার প্রথম খসড়া প্রকাশের পর রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। সর্বশেষ প্রকাশিত খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ৫৮ লাখ ২০ হাজার ৮৯৮ জন ভোটারের নাম।

পশ্চিমবঙ্গসহ ভারতের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে একযোগে চলছে এই বিশেষ সংশোধন প্রক্রিয়া। পশ্চিমবঙ্গে খসড়া তালিকা প্রকাশের নির্ধারিত দিন ছিল ৪ ডিসেম্বর। তবে তা পিছিয়ে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) প্রকাশ করা হয়।

নতুন খসড়া তালিকা অনুযায়ী, রাজ্যে বর্তমানে মোট ভোটার সংখ্যা ৭ কোটি ৮ লাখ ১৬ হাজার ৬৩১ জন। তবে নির্বাচন কমিশন জানিয়েছে, এই তালিকার মধ্যেও প্রায় ১ কোটি ৬৬ লাখ ভোটারকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে।

নির্বাচন কমিশনের ব্যাখ্যা অনুযায়ী, তালিকা থেকে বাদ পড়া ভোটারদের মধ্যে—

  • প্রায় ২৫ লাখ ভোটার মৃত,

  • ১২ লাখ ১ হাজার ভোটার ফর্ম পূরণ করেননি, পাওয়া যায়নি অথবা নিখোঁজ,

  • প্রায় ২০ লাখ ভোটার ঠিকানা পরিবর্তন করেছেন,

  • এবং প্রায় ২ লাখ ভুয়া ভোটার শনাক্ত করা হয়েছে।

তবে এখানেই শেষ নয়। কমিশনের দাবি, সন্দেহভাজন হিসেবে চিহ্নিত ১ কোটি ৬৬ লাখ ভোটার ২০০২ সালের সর্বশেষ SIR তালিকার সঙ্গে নিজেদের বাবা-মা বা পূর্বপুরুষের তথ্য সংযুক্ত করতে পারেননি। এছাড়া ফর্ম পূরণে ভুল বা অন্যান্য অসংগতি থাকাও এর কারণ বলে জানানো হয়েছে।

এদিকে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করে বুথ লেভেল অফিসাররা (BLO) রাজ্য নির্বাচন কমিশনের দফতরের সামনে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। তাদের অভিযোগ, তাড়াহুড়ো করতে গিয়ে তালিকায় একাধিক ভুল ঢুকে পড়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, সব যাচাই-বাছাই শেষে আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

আগামী বছরই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এই প্রেক্ষাপটে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ভোটার তালিকা সংশোধনকে বিজেপির রাজনৈতিক চক্রান্ত বলে অভিযোগ তুলেছে। অন্যদিকে বিজেপি এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে।

উল্লেখযোগ্যভাবে, বিহারেও একই ধরনের সংশোধনের সময় প্রায় ৬২ লাখ ভোটারের নাম বাদ পড়ে। এরপর অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে বিজেপি রেকর্ড ব্যবধানে আসন জিতে নীতিশ কুমারের সঙ্গে সরকার গঠন করে—যা নতুন করে রাজনৈতিক বিতর্ক উসকে দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss