আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক। সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল (এসজিএইচ)-এ চিকিৎসাধীন হাদির সর্বশেষ পরিস্থিতি নিয়ে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমকে বিস্তারিত তথ্য জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জন ও তার চিকিৎসা দলের সদস্য ডা. আব্দুল আহাদ।
ডা. আব্দুল আহাদ জানান, সিঙ্গাপুরের চিকিৎসকদের সর্বশেষ মূল্যায়ন অনুযায়ী হাদির অবস্থা এখনও অপরিবর্তিত এবং তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। ব্রেনের ইস্কেমিক পরিবর্তন (রক্তপ্রবাহে ঘাটতি) এবং ইডেমা বা ফোলা এখনও কমেনি। নিউরোসার্জনদের মতে, ব্রেন ইনজুরির ক্ষেত্রে একটি নির্দিষ্ট ‘টাইম উইন্ডো’ অত্যন্ত গুরুত্বপূর্ণ—এই সময়ের মধ্যেই শরীরের সাড়া ভবিষ্যৎ অবস্থার ইঙ্গিত দেয়।
গুলিবিদ্ধ হওয়ার পর ঢাকায় অস্ত্রোপচার ও নিবিড় চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে সিঙ্গাপুরে পাঠানো হয়। এসজিএইচ-এর ইমার্জেন্সি কমপ্লেক্সে ভর্তি হওয়ার পর থেকেই নিউরোসার্জারি ও ক্রিটিক্যাল কেয়ার টিম যৌথভাবে তার চিকিৎসা পরিচালনা করছে।
সিঙ্গাপুরে করা সর্বশেষ ব্রেন সিটি স্ক্যানে দেখা গেছে, বাম পাশের ইস্কেমিক পরিবর্তন অপরিবর্তিত রয়েছে এবং ব্রেনে ফোলা এখনও বিদ্যমান। পাশাপাশি ব্রেন স্টেমে আঘাতের কারণে ভেন্ট্রিকুলার সিস্টেমে চাপ তৈরি হয়েছে, যা চিকিৎসকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
চিকিৎসকদের বরাত দিয়ে ডা. আহাদ জানান, বর্তমানে হাদির কিডনি, হৃদ্যন্ত্র ও ফুসফুস কৃত্রিম ভেন্টিলেশনের সহায়তায় সচল রাখা হচ্ছে। তার গ্লাসগো কোমা স্কেল (GCS) স্কোরেও কোনো পরিবর্তন আসেনি—অর্থাৎ নিউরোলজিক্যাল প্রতিক্রিয়ায় দৃশ্যমান উন্নতি বা অবনতি কিছুই লক্ষ্য করা যাচ্ছে না।
এ ছাড়া ফুসফুসের সর্বশেষ সিটি স্ক্যানে আগের মতোই রক্তের উপস্থিতি দেখা গেছে। এই জটিলতার কারণেই ঢাকায় তার বুকে চেস্ট ড্রেন দেওয়া হয়েছিল, এবং সিঙ্গাপুরেও সেই বিষয়টি মাথায় রেখেই শ্বাস-প্রশ্বাস ব্যবস্থাপনা চলমান রয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা গুজবের বিষয়ে সতর্ক করেছেন চিকিৎসকরা। ডা. আহাদ স্পষ্টভাবে জানান, হাদি চোখ খুলেছেন বা তার অবস্থার উন্নতি হয়েছে—এ ধরনের কোনো তথ্য সঠিক নয়। তার অবস্থা এখনও স্ট্যাটিক রয়েছে এবং জ্ঞান ফেরার বিষয়ে এখনই কোনো নিশ্চিত পূর্বাভাস দিতে পারছেন না চিকিৎসকরা।
Leave a Reply
You must be logged in to post a comment.