২০২৪ সালের ‘প্যানোরামা’ প্রামাণ্যচিত্রে বক্তব্য বিকৃত করার অভিযোগে ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন বিবিসি’র বিরুদ্ধে ৫ বিলিয়ন ডলারের মানহানির মামলা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে বিবিসি নিউজ।
মামলার কেন্দ্রবিন্দুতে রয়েছে ২০২১ সালের ৬ জানুয়ারি ওয়াশিংটনে দেওয়া ট্রাম্পের একটি ভাষণ। ওইদিন সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, “আমরা ক্যাপিটলের দিকে হেঁটে যাব এবং আমাদের সাহসী সিনেটর ও কংগ্রেসম্যান-উইমেনদের উৎসাহ দেব।” একই ভাষণের প্রায় ৫০ মিনিট পর তিনি আরও বলেন, “এবং আমরা লড়াই করবো। আমরা প্রাণপণ লড়াই করবো।”
তবে অভিযোগ উঠেছে, বিবিসির প্যানোরামা অনুষ্ঠানে এই দুটি বক্তব্য আলাদা প্রেক্ষাপট থেকে কেটে একত্রে জুড়ে প্রচার করা হয়। সেখানে দেখানো হয় যেন ট্রাম্প একসাথে বলছেন— “আমরা ক্যাপিটলের দিকে হেঁটে যাব এবং আমরা লড়াই করবো। আমরা প্রাণপণ লড়াই করবো।” ট্রাম্পের দাবি, এতে তার বক্তব্যের অর্থ বিকৃত হয়ে গেছে এবং জনগণের কাছে ভুল বার্তা পৌঁছেছে।
ফ্লোরিডার একটি আদালতে দায়ের করা মামলায় ট্রাম্প বিবিসির বিরুদ্ধে মানহানি ও বাণিজ্যিক আইন লঙ্ঘনের অভিযোগ এনেছেন। তার আইনজীবীরা বলেন, বিবিসি ‘ইচ্ছাকৃত ও প্রতারণামূলকভাবে’ বক্তব্য সম্পাদনা করে ট্রাম্পের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।
এ বিষয়ে ট্রাম্প বলেন, “তারা (বিবিসি) আমার কথাগুলো চুরি করেছে এবং উদ্দেশ্যমূলকভাবে পরিবর্তন করেছে।”
এদিকে, বিবিসি ইতোমধ্যে স্বীকার করেছে যে ওই সম্পাদনার ফলে একটি ‘ভুল ধারণা’ তৈরি হতে পারে, যেখানে মনে হয়েছে ট্রাম্প সরাসরি সহিংসতার আহ্বান জানিয়েছেন। এজন্য তারা দুঃখ প্রকাশ করলেও ক্ষতিপূরণের দাবি প্রত্যাখ্যান করেছে এবং বলেছে— মানহানির অভিযোগের কোনো আইনগত ভিত্তি নেই।
এর আগে সমালোচনার মুখে পড়ে বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং বার্তাপ্রধান ডেবোরাহ টারনেস পদত্যাগ করলেও ট্রাম্পের ক্ষোভ প্রশমিত হয়নি। তিনি বিবিসিকে ‘বামপন্থি প্রোপাগান্ডা প্রতিষ্ঠান’ বলেও আখ্যা দেন।
Leave a Reply
You must be logged in to post a comment.