আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জাতীয় গণভোটকে কেন্দ্র করে বাংলাদেশে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি সতর্কবার্তা প্রকাশ করে।
দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে জাতীয় সংসদ নির্বাচন ও একটি জাতীয় গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সমাবেশ, কর্মসূচি ও বিক্ষোভের মাত্রা বাড়তে পারে, যা পরিস্থিতিকে অনিশ্চিত করে তুলতে পারে।
মার্কিন দূতাবাস আরও জানায়, অনেক সময় শান্তিপূর্ণ বিক্ষোভও হঠাৎ সংঘাতপূর্ণ কিংবা সহিংস রূপ নিতে পারে। সে কারণে যুক্তরাষ্ট্রের নাগরিকদের এসব কর্মসূচি এড়িয়ে চলার পাশাপাশি বড় ধরনের সমাবেশ বা বিক্ষোভের আশপাশে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
সতর্কবার্তায় করণীয় হিসেবে উল্লেখ করা হয়—চারপাশের পরিস্থিতি সম্পর্কে সর্বদা সচেতন থাকা, নিয়মিত স্থানীয় সংবাদমাধ্যমের আপডেট অনুসরণ করা এবং ভিড় ও রাজনৈতিক বিক্ষোভ থেকে দূরে থাকা। পুরো বাংলাদেশজুড়েই এই সতর্কতা কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।
নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই সতর্কতা জারিকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
Leave a Reply
You must be logged in to post a comment.