বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সৃষ্ট উদ্বেগের প্রেক্ষাপটে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে তাকে মন্ত্রণালয়ে ডেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের অবস্থান জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে ভারতীয় হাইকমিশনারকে অবহিত করা হয় যে, পলাতক শেখ হাসিনা ভারতে অবস্থান করে তার অনুসারীদের উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন এবং সহিংস কর্মকাণ্ডে জড়াতে আহ্বান জানাচ্ছেন—যার উদ্দেশ্য বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করা। এ ধরনের বক্তব্যের সুযোগ দেওয়ায় ভারত সরকারের প্রতি বাংলাদেশের গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
একইসঙ্গে বাংলাদেশ সরকার পলাতক শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দ্রুত প্রত্যর্পণের আহ্বান পুনর্ব্যক্ত করে, যাতে তারা বাংলাদেশের আদালতের রায় অনুযায়ী আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে পারেন।
বৈঠকে ভারতে অবস্থানরত পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়টিও তুলে ধরা হয়। অভিযোগ করা হয়, এসব ব্যক্তি নির্বাচনকে বাধাগ্রস্ত করতে বাংলাদেশে সহিংস কর্মকাণ্ড পরিকল্পনা, সংগঠিত ও বাস্তবায়নে সহায়তা করছেন। এ ধরনের অপরাধমূলক কার্যক্রম বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া এবং সংশ্লিষ্টদের প্রত্যর্পণের জন্য ভারত সরকারের সহযোগিতা কামনা করা হয়।
এ ছাড়া সম্প্রতি বাংলাদেশি রাজনৈতিক নেতা শরীফ ওসমান হাদির ওপর হত্যাচেষ্টার ঘটনায় জড়িত সন্দেহভাজনদের ভারতে পালিয়ে যাওয়া ঠেকাতে ভারতের সহযোগিতা চাওয়া হয়। কেউ ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে থাকলে তাদের দ্রুত গ্রেপ্তার ও বাংলাদেশে প্রত্যর্পণের ব্যবস্থার অনুরোধ জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও উল্লেখ করে, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক প্রক্রিয়া সুরক্ষায় বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ানোর প্রত্যাশা ভারতের কাছে রয়েছে।
এ সময় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানান, বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে আগ্রহী ভারত এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে তার দেশ প্রস্তুত।








Leave a Reply
You must be logged in to post a comment.