1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৪২ অপরাহ্ন

অস্থির পেঁয়াজের বাজার: কেজিতে বেড়েছে প্রায় ৫০ টাকা, নিয়ন্ত্রণহীন মূল্যবৃদ্ধিতে ভোক্তাদের নাজেহাল

নিউজডেস্ক
  • Update Time : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৬ Time View

দেশের বাজারে আবারও অস্থির হয়ে উঠেছে পেঁয়াজের দাম। সরবরাহ কমার অজুহাতে মাত্র তিন দিনের ব্যবধানে কেজিপ্রতি ৫০ টাকার মতো বৃদ্ধি পেয়েছে এই নিত্যপণ্যের মূল্য। আগে যেখানে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৮০–৯০ টাকায় পাওয়া যেত, এখন সেটিই বিক্রি হচ্ছে ১২০–১৩০ টাকায়। নতুন মুড়িকাটা পেঁয়াজ বাজারে উঠলেও তার দামও থেমে নেই—প্রতি কেজি ১১০ টাকা।

পেঁয়াজ ব্যবসায়ীরা বলছেন, দেশীয় পেঁয়াজের মৌসুম শেষের দিকে হওয়ায় বাজারে সরবরাহ কমে গেছে। চাহিদার বিপরীতে পর্যাপ্ত পেঁয়াজ না থাকায় স্বাভাবিকভাবেই দাম বেড়েছে বলে তাদের দাবি।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, প্রতিবছর শীতের শুরুতে কিছু অসাধু ব্যবসায়ী বাজার অস্থির করার চেষ্টা করে। এবারও তারা একই কৌশলে দাম বাড়িয়েছে।
তাদের মতে—

  • গত মৌসুমে ন্যায্য দাম না পেয়ে কৃষকরা পেঁয়াজ দ্রুত বিক্রি করে দিয়েছেন

  • ফলে কৃষক পর্যায়ে এখন পেঁয়াজ নেই

  • অধিকাংশ মজুতই রয়েছে কিছু মুনাফালোভী গোষ্ঠীর হাতে

  • এই সুযোগেই তারা কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াচ্ছে

  • একই সঙ্গে ভারত থেকে আমদানির জন্য সরকারকে চাপ দিচ্ছে

একজন পাইকারি বিক্রেতা জানান, মোকামে মাত্র কয়েক দিন আগে প্রতি মণ পেঁয়াজ ৩,২০০–৩,৩০০ টাকায় বিক্রি হলেও এখন দাম লাফিয়ে উঠে পৌঁছেছে ৪,২০০–৪,৩০০ টাকায়। প্রতি মণে ১,০০০ টাকা বৃদ্ধির ফলে খুচরা বাজারে দাম আরও বেড়ে যাচ্ছে।

বাজারে নতুন মুড়িকাটা পেঁয়াজ উঠতে শুরু করেছে ঠিকই, কিন্তু সরবরাহ এখনও তুলনামূলক কম। এ কারণে নতুন পেঁয়াজের দামও উচ্চপর্যায়ে রয়েছে।

বেশ কয়েকজন ক্রেতা ও বিক্রেতা মনে করেন, ভারতসহ অন্যান্য উৎস থেকে আমদানি শুরু হলে বাজারে সরবরাহ বাড়বে এবং তখন দাম কিছুটা কমে আসতে পারে। তবে সেই আমদানি কবে শুরু হবে তা এখনো নিশ্চিত নয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss