বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান প্রসঙ্গে ভারত স্পষ্ট জানিয়েছে—এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, শেখ হাসিনা ভারতে কতদিন থাকবেন বা থাকবেন কি না—শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত নিতে হবে তাকেই।
শনিবার (৬ ডিসেম্বর) নয়াদিল্লিতে এইচটি লিডারশিপ সামিটের আলোচনায় এনডিটিভির সিইও ও এডিটর-ইন-চিফ রাহুল কানওয়ালের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
জয়শঙ্কর বলেন,
“যে পরিস্থিতিতে তিনি ভারতে এসেছেন, সেটিই মূলত তার অবস্থানকে প্রভাবিত করছে। ভারতে থাকার বিষয়ে শেষ পর্যন্ত তাকেই নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে।”
শেখ হাসিনা চাইলে কি অনির্দিষ্টকাল ভারতে অবস্থান করতে পারবেন—এমন প্রশ্নে তিনি বলেন,
“এটা একেবারেই ভিন্ন বিষয়। তিনি যে পরিস্থিতিতে এখানে এসেছেন, সেটিই তার ভবিষ্যৎ অবস্থান নির্ধারণে বড় ভূমিকা রাখবে। তবে আবারও বলছি, সিদ্ধান্ত তাকে-ই নিতে হবে।”
সাম্প্রতিক রাজনৈতিক সংকট প্রসঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন—বাংলাদেশে আগের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আপত্তি ছিল বলেই জনঅভ্যুত্থান ঘটেছিল। তাই এখন প্রয়োজন একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা।
তিনি আরও বলেন,
“আমরা সবসময় চাই, প্রতিবেশী দেশে জনগণের প্রকৃত মতামত যেন গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে প্রতিফলিত হয়। বাংলাদেশের মঙ্গল কামনা করা আমাদের দায়িত্ব।”
জয়শঙ্কর জানান, যে সরকারই ক্ষমতায় আসুক, ভারত-বাংলাদেশ সম্পর্ক পরিপক্ব ও ভারসাম্যপূর্ণ থাকবে—এমনটাই আশা করেন তিনি।
“আমি আত্মবিশ্বাসী যে, নতুন সরকারও সম্পর্কের ক্ষেত্রে বাস্তববাদী অবস্থান নেবে। পরিস্থিতির আরও উন্নতি হবে,” বলেন তিনি।
গত বছরের আগস্টে ব্যাপক সহিংসতার মধ্য দিয়ে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। ১৫ বছরের শাসনের অবসানের পর তিনি ভারতে অবস্থান করছেন।
Leave a Reply
You must be logged in to post a comment.