বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সঙ্গে নির্বাচন প্রক্রিয়ার কোনো ধরনের সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক সভায় তিনি এ বক্তব্য দেন।
আমীর খসরু বলেন, খালেদা জিয়ার অসুস্থতা আগামী জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে— এমন ধারণার কোনো ভিত্তি নেই। জনগণ যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচিত সরকার গঠন করতে পারে— এটাই বেগম জিয়ার সবচেয়ে বড় প্রত্যাশা ছিল।
তিনি জানান, বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্য সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। চিকিৎসকদের সবুজ সংকেত পাওয়া মাত্রই তাকে লন্ডনে নেওয়া হবে। তবে তার শারীরিক অবস্থা নিয়ে নির্বাচনের সময়সূচি বা প্রক্রিয়া পরিবর্তনের প্রশ্নই ওঠে না, কারণ গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে খালেদা জিয়া সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন।
Leave a Reply
You must be logged in to post a comment.