অক্টোবর ১০-এর যুদ্ধবিরতির পরও গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনুসের পূর্ব ও উত্তর-পূর্ব এলাকায় নতুন করে গোলাবর্ষণ, গুলিবর্ষণ ও হেলিকপ্টার থেকে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। স্থল-তথ্যসূত্রে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, নিয়মিত যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে পুরোপুরি যুদ্ধ আবার শুরু হওয়ার আশঙ্কায় আতঙ্কে দিন কাটাচ্ছেন গাজার মানুষ।
গাজা সিটি থেকে আল জাজিরার হানি মাহমুদ জানান, অব্যাহত আগ্রাসন ও হামলার কারণে মানুষ আশঙ্কা করছে যে যেকোনো সময় হামলা নতুন মাত্রায় রূপ নিতে পারে।
এদিকে, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগামী বছরের জন্য তাদের সামরিক বাজেট নির্ধারণ করা হয়েছে ১১২ বিলিয়ন শেকেল (প্রায় ৩৪ বিলিয়ন ডলার)। এর আগে খসড়া বাজেটে এই পরিমাণ ছিল ৯০ বিলিয়ন শেকেল (২৭ বিলিয়ন ডলার)— অর্থাৎ বাজেটে বড় ধরনের বৃদ্ধি আনা হয়েছে।
ইসরায়েলের চলমান আগ্রাসনে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত অন্তত ৭০,১২৫ ফিলিস্তিনি নিহত এবং ১,৭১,০১৫ জন আহত হয়েছেন। অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামলায় ইসরায়েলে ১,১৩৯ জন নিহত হন এবং প্রায় ২০০ মানুষকে বন্দী করা হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.