ঢাকা থেকে পাকিস্তানের করাচিতে সপ্তাহে তিন দিন ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার পাকিস্তানের ফরেন সার্ভিস একাডেমিতে বক্তব্যের এক পর্যায়ে এই তথ্য জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসেইন খান। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভি দ্য নিউজের বরাতে খবরটি প্রকাশ করেছে।
হাইকমিশনার ইকবাল হুসেইন খান জানান, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট পুনরায় চালুর উদ্যোগ ইতোমধ্যে নেওয়া হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের জাতীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স করাচি রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে, যা দুই দেশের যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আনবে।
ভারতের আকাশসীমা ব্যবহার করে এই রুট পরিচালিত হবে কি না—এমন প্রশ্নের জবাবে হাইকমিশনার বলেন, ভারতীয় প্লেন যেমন বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করে, তেমনিভাবে বিমানের করাচিগামী ফ্লাইটও ভারতের ওপর দিয়ে উড়তে পারবে। এতে রুট পরিচালনায় কোনো জটিলতা হবে না বলে তিনি উল্লেখ করেন।
তবে পাকিস্তানের ওপর ভারত যে আকাশসীমা ব্যবহারে বিধিনিষেধ আরোপ করে রেখেছে, তার ফলে পাকিস্তানের কোনো বিমান সংস্থা এখনই ঢাকা রুটে ফ্লাইট চালু করতে পারবে না বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
Leave a Reply
You must be logged in to post a comment.