1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ন

ওয়াসিম আকরামের রেকর্ড ভেঙে বাঁহাতি পেসারদের শীর্ষে মিচেল স্টার্ক

স্পোর্টস ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৮ Time View

অস্ট্রেলিয়ার গতিময় বাঁহাতি তারকা মিচেল স্টার্ক টেস্ট ক্রিকেটে তৈরি করলেন নতুন ইতিহাস। পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামকে পেছনে ফেলে এখন তিনি টেস্টে বাঁহাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারি।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গ্যাবায় অ্যাশেজ সিরিজের দিবা–রাত্রির দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ছন্দে ছিলেন স্টার্ক। ইনিংসে নেন ৬ উইকেট। আর তাতেই আকরামের ৪১৪ উইকেটের রেকর্ডকে পেছনে ফেলে নিজের উইকেট সংখ্যা দাঁড় করান ৪১৮—যা তাকে এই বিভাগে এক নম্বরে তুলে দিয়েছে।

ওয়াসিম আকরাম পাকিস্তানের হয়ে ১৯৮৫ থেকে ২০০২ সাল পর্যন্ত ১০৪ টেস্টে ৪১৪ উইকেট নিয়েছিলেন। তার তুলনায় স্টার্ক ২ ম্যাচ কম খেলেই রেকর্ড ভেঙেছেন, যদিও ইনিংস সংখ্যা বেশি (স্টার্ক ১৯৫, আকরাম ১৮১)।

তবে সব ফরম্যাট মিলিয়ে আকরামের উইকেটসংখ্যা এখনো অনেক দূরে। আন্তর্জাতিক ক্রিকেটে তার মোট শিকার ৯১৬ উইকেট। সেখানে স্টার্কের ঝুলিতে এখন পর্যন্ত রয়েছে ৭৪৪ উইকেট। তাই আকরামকে ছাড়িয়ে যেতে আরও ১৭৩ উইকেট প্রয়োজন।
তবে স্টার্ক আরও একটি মাইলফলকের কাছাকাছি—আর মাত্র ১৮ উইকেট পেলেই পেছনে ফেলবেন শ্রীলঙ্কান কিংবদন্তি চামিন্দা ভাসকে (৭৬১ উইকেট)।

টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ উইকেটশিকারি তালিকায় পেসারদের মধ্যে ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন সবার ওপরে (৭০৪ উইকেট), আর সব বিভাগ মিলিয়ে শীর্ষে রয়েছেন শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন (৮০০ উইকেট)।

এদিকে স্টার্কের ঘূর্ণিঝড়েও ব্রিসবেনে প্রথম দিনটা ভালো কাটিয়েছে ইংল্যান্ড। জো রুটের অপরাজিত সেঞ্চুরি (১৩৫*) এবং জ্যাক ক্রাউলির ৭৬ রানে ভর করে ৯ উইকেট হারিয়ে ৩২৫ রানে দিন শেষ করে সফরকারীরা। রুটকে সঙ্গ দিয়ে অপরাজিত থাকেন জফরা আর্চার (৩২*)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss