ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত ভারতীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘কুসুম’-এর একটি গুদামে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় গুদামে সংরক্ষিত শিশু ও প্রবীণদের জন্য উৎপাদিত ওষুধের বিপুল পরিমাণ মজুদ ধ্বংস হয়ে গেছে।
শনিবারের এই হামলার পর ইউক্রেনে নিযুক্ত ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে অভিযোগ করেছে—রাশিয়া ইচ্ছাকৃতভাবে ভারতীয় ব্যবসা প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করেছে, যা দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
কুসুম ফার্মাসিউটিক্যালস, যেটি ভারতীয় ব্যবসায়ী রাজীব গুপ্তের মালিকানাধীন, ইউক্রেনের অন্যতম প্রধান ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্র এনডিটিভিকে জানায়, কুসুমের পণ্য সারা ইউক্রেনজুড়ে সরবরাহ করা হয়ে থাকে এবং এই হামলার ফলে গুরুত্বপূর্ণ ওষুধের ঘাটতি তৈরি হতে পারে।
এদিকে, ইউক্রেনে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত মার্টিন হ্যারিস ঘটনাটিকে “বেসামরিকদের ওপর সন্ত্রাসী হামলা” বলে অভিহিত করে নিন্দা জানিয়েছেন। যদিও তিনি সরাসরি ভারতীয় কোম্পানিকে লক্ষ্য করে হামলার বিষয়টি নিশ্চিত করেননি।
অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে—ইউক্রেন থেকে রাশিয়ার জ্বালানি অবকাঠামোর ওপর বেশ কয়েকটি হামলা চালানো হয়েছে, যা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় থাকা সাময়িক যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের শামিল।
Leave a Reply