প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫ এর চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছেন। বুধবার (৩ ডিসেম্বর) দুপুর ২টার পর ঢাকা কলেজের সামনে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। এর আগে ঢাকা কলেজ থেকে ইডেন মহিলা কলেজ পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন তারা।
শিক্ষার্থীরা জানান, শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে তিন দফা আলোচনার পরও অধ্যাদেশ জারিতে দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় প্রায় দেড় লাখ শিক্ষার্থী ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তায় পড়েছেন। বাধ্য হয়েই তারা সড়ক অবরোধ করেছেন বলে জানান আন্দোলনকারীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
অবরোধের কারণে ঢাকা কলেজের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে নিউমার্কেট ও আশপাশের এলাকায় তীব্র যানজট তৈরি হয়েছে।
উল্লেখ্য, রাজধানীর সাত সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে আলাদা করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে নতুন একটি স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় গঠনের নীতিগত সিদ্ধান্ত দিয়েছে সরকার। গত ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
অধ্যাদেশ জারি ও বিশ্ববিদ্যালয়ের কার্যকর মডেল নির্ধারণ ছাড়াই সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে শিক্ষার্থী ভর্তি হওয়ায় প্রায় ১১ হাজার শিক্ষার্থী এখন সেশনজটে পড়েছেন, যা আন্দোলনের অন্যতম প্রধান কারণ।
Leave a Reply
You must be logged in to post a comment.