সম্প্রতি শেষ হওয়া ‘বিনিয়োগ সম্মেলন ২০২৫’-এ প্রাথমিকভাবে প্রায় ৩ হাজার ১০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
রোববার (১৩ এপ্রিল) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এই বিনিয়োগ প্রস্তাব ছাড়াও আরও বেশ কিছু প্রকল্প নিয়ে আলোচনা চলছে, যা পাইপলাইনে রয়েছে।”
তিনি আরও বলেন, “দেশে বিনিয়োগ বাড়াতে হলে নিয়মিতভাবে বিনিয়োগ সম্মেলন আয়োজন করা উচিত। বছরে অন্তত একবার হলেও এই ধরনের আয়োজন দেশের অর্থনীতিকে আরও গতিশীল করতে পারে।”
গত ৭ থেকে ১০ এপ্রিল রাজধানী ঢাকায় অনুষ্ঠিত এই আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে দেশি-বিদেশি অন্তত ৪৫০ জনেরও বেশি বিনিয়োগকারী অংশ নেন। আয়োজনে বাংলাদেশের সম্ভাবনাময় খাত, অবকাঠামোগত উন্নয়ন ও তরুণ প্রজন্মকে কেন্দ্র করে ২০৩৫ সালের উন্নয়ন রূপরেখা উপস্থাপন করা হয়, যা বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করে।
সম্মেলনে একাধিক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে, যা ভবিষ্যতে বিনিয়োগ বাস্তবায়নের দিকেও অগ্রসর হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা।
Leave a Reply