1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ন

বোর্ড নয়, ক্লাবের সিদ্ধান্তেই লিগ মাঠে, বিদ্রোহী সংগঠকদের নতুন ঘোষণা

স্পোর্টস ডেস্ক
  • Update Time : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৫ Time View

বাংলাদেশ ক্রিকেটে আবারও উত্তপ্ত পরিস্থিতি। বিসিবির বিরুদ্ধে অভিযোগ তুলে লিগ বর্জনের ঘোষণা দিয়েছিল যে ৪৩টি ক্লাব, তাদের সঙ্গে এবার আরও ২টি যুক্ত হয়েছে। ফলে মোট ৪৫টি ক্লাব এখন বিদ্রোহী অবস্থানে। সংগঠকদের দাবি স্পষ্ট—“বোর্ডের চাওয়ায় নয়, ক্লাবগুলো চাইলে তবেই লিগ মাঠে গড়াবে।”

একদিকে ক্লাবগুলোর ঐক্য, অন্যদিকে তামিম ইকবালের অবস্থান নিয়ে তৈরি হয়েছে নতুন ধোঁয়াশা। আগের সংবাদ সম্মেলনে উপস্থিত থাকলেও এবার লিগ বর্জনের ঘোষণায় যোগ দেননি তামিম। তার ক্লাব ‘ওল্ড ডিওএইচএস’ দলবদলে অংশগ্রহণ করায় প্রশ্ন ওঠে, তবে সংগঠকদের দাবি—এটি তামিমের ব্যক্তিগত সিদ্ধান্ত।

আবাহনীর পরিচালক বশির আল মামুন বলেন,
“তামিম খেলোয়াড় ও সংগঠক—দুই ভূমিকায় আছে। এটা মনে করবেন না সে আমাদের থেকে দূরে।”

মোহামেডানের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান যোগ করেন,
“ওর ব্যক্তিগত বিচার-বিবেচনা থাকতে পারে। আমাদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ আছে।”

বিদ্রোহী ক্লাবগুলো দাবি করছে, বোর্ড তাদের সঙ্গে কথা বলেছে বলে যে বক্তব্য বিসিবি কর্মকর্তারা দিয়েছেন—তা সঠিক নয়। সভাপতি আমিনুল ইসলাম বুলবুলদের দাবিকে সরাসরি অস্বীকার করেছেন মোহামেডান ও আবাহনীর প্রতিনিধিরা।

মাসুদুজ্জামান বলেন,
“আমরা প্রেস রিলিজ দিয়েছি। আমাদের অবস্থান পরিষ্কার। এরপর উনি কী বলেছেন সেটা তার ব্যাপার।”

বিসিবি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগের বিষয়ে তিনি সাংবাদিকদের নিজেদের বিবেচনার ওপর সিদ্ধান্ত ছেড়ে দেন। একইসঙ্গে ক্লাবগুলোর ঐতিহাসিক অবদান স্মরণ করিয়ে বলেন, দেশের তারকা ক্রিকেটারদের পরিচিতি তৈরি হয়েছে এসব ক্লাবের হাত ধরে।

আবাহনীর বশির আল মামুনও বলেন,
“জাতীয় দলে ক্রিকেটার পাঠানোর ক্ষেত্রে আমরা পথপ্রদর্শক। ক্লাবগুলোর ভূমিকা ছাড়া ক্রিকেটের উন্নতি সম্ভব নয়।”

এ ছাড়া সংগঠকরা কঠোর ভাষায় সমালোচনা করেন—

  • ফিক্সিং ইস্যুতে ‘রেড মার্ক’ দেখিয়ে বিপিএল নিলাম থেকে ৯ ক্রিকেটারকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে

  • নারী ক্রিকেটারদের লাঞ্ছনার ঘটনায় বোর্ডের নিষ্ক্রিয় অবস্থানকে

ইন্দিরা রোড ক্রীড়া চক্রের কাউন্সিলর রফিকুল ইসলাম বাবু বলেন,
“নারী ক্রিকেটারদের অপমান করা হয়েছে, আর বোর্ড এটাকে হেলাফেলা বলে চালিয়ে দিয়েছে।”

সুর্যতরুণ ক্লাবের কাউন্সিলর ফাহিম সিনহা বলেন,
“প্রমাণ ছাড়া খেলোয়াড় বাদ দেওয়া ঠিক নয়। বোর্ডের নিজেদের ভেতরেও অভিযুক্ত আছে—তাহলে তাদের শাস্তি কোথায়?”

ঘোলাটে এই পরিস্থিতির মাঝেই প্রথম বিভাগে ১২ ক্লাবের দলবদল শুরু হয়েছে। তবে বিদ্রোহী ৪৫ ক্লাবের অবস্থান অপরিবর্তিত থাকায় পুরো লিগই এখন চরম অনিশ্চয়তায়।

বিসিবির বিরুদ্ধে একযোগে অবস্থান নিয়ে লিগ বর্জনের ঘোষণা দিয়েছে ৪৫ ক্লাব। তামিমের অনুপস্থিতি ও বোর্ডের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে সংগঠকরা। সমালোচনার তীরে বিদ্ধ বিসিবি এখন চরম সংকটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss