গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা বহুল আলোচিত মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, লেফটেন্যান্ট কর্নেল সরোয়ার বিন কাসেমসহ মোট ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ বুধবার (৩ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে।
এদিন সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ শুনানি শুরু হওয়ার কথা রয়েছে।
শুনানিকে কেন্দ্র করে ঢাকার সেনানিবাসের সাব জেল থেকে মামলায় গ্রেফতার ১০ সেনা কর্মকর্তাকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত ২৩ নভেম্বর এই মামলার অভিযোগ গঠনের দিন নির্ধারণ করা হয়েছিল। পলাতক আসামিদের জন্য রাষ্ট্র নিয়োজিত আইনজীবী নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল।
অভিযোগে বলা হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছর মেয়াদি শাসনামলে সংঘটিত বিভিন্ন গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে উল্লেখিত সেনা সদস্যরা সম্পৃক্ত ছিলেন।
এদিকে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো ও ৭ জনকে হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তার দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণও আজ অনুষ্ঠিত হচ্ছে। এ মামলায় গ্রেফতার ৯ আসামিকে আদালতে উপস্থিত করা হয়। তাদের মধ্যে সাবেক পুলিশ কর্মকর্তা শেখ আফজালুল এ মামলায় রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।
শেখ হাসিনাসহ সাবেক ১৭ জন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে গুম-নির্যাতনের মামলায় আজ অভিযোগ গঠনের শুনানি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো মামলার দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণও চলছে।
Leave a Reply
You must be logged in to post a comment.