গাজীপুরের বিভিন্ন শিল্প এলাকায় পোশাক কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানে চালানো হামলা ও ভাঙচুরের ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি, আটকও হয়নি কেউ। শনিবার (১২ এপ্রিল) বিকেল থেকে রাত পর্যন্ত কালিয়াকৈর, কাশিমপুর, কোনাবাড়ি, বোর্ডবাজার এবং টঙ্গী এলাকায় একের পর এক হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির আড়ালে কিছু বিশৃঙ্খল ব্যক্তি বাটার শোরুম, পেপসি কারখানা এবং একাধিক আবাসিক হোটেলে ইট-পাটকেল নিক্ষেপ করে তাণ্ডব চালায়। রাতেও কোনাবাড়ি এলাকায় দোকানপাট, পোশাক কারখানা ও শোরুমে হামলার পাশাপাশি অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
অন্যদিকে, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় দুটি গার্মেন্টস প্রতিষ্ঠানে হামলার অভিযোগে যৌথ বাহিনী অভিযান চালিয়ে অন্তত ৪৫ জনকে আটক করেছে।
সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, হামলার ঘটনায় বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
Leave a Reply