বিগ বাজেটের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘প্রিন্স’ নিয়ে শোবিজ অঙ্গনে উন্মাদনা যেন থামছেই না। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান, আর তাকে ঘিরেই টালিউড ও বলিউডের জনপ্রিয় তারকাদের যোগদানের গুঞ্জন তুঙ্গে উঠেছে। যদিও সিনেমাটি রোজার ঈদে মুক্তির পরিকল্পনা ছিল, কাস্টিং প্রক্রিয়ায় বাড়তি সময় নেওয়ার কারণে নির্ধারিত সময়ে শুটিং শুরু করা যায়নি। এ কারণে প্রযোজনা প্রতিষ্ঠান এখন পরবর্তী ঈদকে সম্ভাব্য সময় হিসেবে ভাবছে।
সিনেমায় শাকিব খানের বিপরীতে দুই নায়িকা থাকবেন—এমন খবর আগেই শোনা গেছে। এর মধ্যে তাসনিয়া ফারিণের নাম আলোচনায় থাকলেও তিনি এ বিষয়ে এখনও মন্তব্য করতে নারাজ। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হচ্ছে, সিনেমায় আরেক নায়িকা হিসেবে থাকবেন একজন ভারতীয় অভিনেত্রী। গুঞ্জন আরও বলছে, শাকিবের বিপরীতে থাকতে পারেন টালিউডের জনপ্রিয় মুখ জ্যোতির্ময়ী কুণ্ডু, যিনি দেবের সঙ্গে ‘প্রজাপতি ২’-এ অভিনয় করেছেন।
এতেই শেষ নয়—সিনেমার গুরুত্বপূর্ণ একটি চরিত্রে বলিউড অভিনেতা জ্যাকি শ্রফ অভিনয় করতে পারেন বলেও শোনা যাচ্ছে। সবকিছু চূড়ান্ত হলে প্রযোজক প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে পুরো কাস্ট ঘোষণা করবে। ইতোমধ্যে পরিচালক আবু হায়াত মাহমুদ ও বলিউডের বিখ্যাত চিত্রগ্রাহক অমিত রায়ের উপস্থিতি ছবিটি নিয়ে দর্শকের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। টালি–বলিউড তারকাদের সম্ভাব্য অংশগ্রহণে ‘প্রিন্স’ ঘিরে কৌতূহল এখন তুঙ্গে, আর নির্মাতারা যেকোনো ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃহে আনার পরিকল্পনা করছেন।
Leave a Reply
You must be logged in to post a comment.