আসন্ন পহেলা বৈশাখের উৎসব ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। রোববার (১৩ এপ্রিল) এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, উৎসব নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ।
কমিশনার বলেন,
এবারের বর্ষবরণ উৎসব হবে আরও উৎসাহ ও উদ্দীপনায় ভরপুর। তবে জননিরাপত্তা নিশ্চিতে কিছু বিধিনিষেধ অনুসরণ করতে হবে। বিশেষ করে, শোভাযাত্রায় মুখোশ পরে অংশগ্রহণ করা যাবে না এবং উচ্চ শব্দ সৃষ্টিকারী বাঁশি বাজানোও নিষিদ্ধ।”
তিনি আরও জানান, রাজধানীর প্রতিটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানস্থলে মোতায়েন থাকবে অতিরিক্ত পুলিশ সদস্য, ডগ স্কোয়াড এবং ড্রোন ক্যামেরার মাধ্যমে চলবে নজরদারি। গোয়েন্দা কার্যক্রমও বৃদ্ধি করা হয়েছে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায়।
নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নজর দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, “ছায়ানটের অনুষ্ঠানে অংশ নিতে আসা নারীরা যেন ভিড় এড়িয়ে সতর্কভাবে চলাফেরা করেন, সে বিষয়ে আমরা অনুরোধ করছি।
Leave a Reply