দেশের সার কারখানাগুলোতে ব্যবহৃত গ্যাসের দাম ব্যাপক হারে বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগে যেখানে প্রতি ঘনমিটার গ্যাসের মূল্য ছিল ১৬ টাকা, সেখানে নতুন হার অনুযায়ী দাম দাঁড়ালো ২৯ টাকা ২৫ পয়সা। রোববার (২৩ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের ঘোষণা দেয় বিইআরসি।
নতুন এই গ্যাস-দর ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বহাল থাকবে বলে জানিয়েছে কমিশন।
এর আগে গত ৬ অক্টোবর গণশুনানিতে পেট্রোবাংলা ও গ্যাস বিতরণকারী কোম্পানিগুলো গ্যাসের দাম ১৬ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করার প্রস্তাব দেয়। পরে কমিশনের কারিগরি কমিটি পর্যালোচনা করে বর্তমান নির্ধারিত ২৯.২৫ টাকার হার সুপারিশ করে।
গণশুনানির সময় বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, গ্যাসের দাম নির্ধারণে কৃষি, খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান, এবং এলএনজি আমদানির ব্যয়সহ সব বিষয়কে বিবেচনায় রাখা হবে। তিনি জানান, সার উৎপাদনের খরচ বাড়লে কৃষি খাতে প্রভাব পড়তে পারে—তাই সর্বোচ্চ ভারসাম্য রক্ষার চেষ্টা করা হয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.