টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় দীর্ঘদিন শীর্ষে ছিলেন সাকিব আল হাসান। অবশেষে সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন বামহাতি স্পিনার তাইজুল ইসলাম। আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টের চতুর্থ দিনে সাকিবকে ছাড়িয়ে দেশের সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে উঠেছেন তিনি।
রেকর্ড ভাঙার পর তাইজুলকে অভিনন্দন জানাতে দেরি করেননি সাকিব। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তাইজুলকে সঙ্গে নিয়ে একটি ছবি শেয়ার করে বাংলাদেশ ক্রিকেটের এই মহাতারকা লিখেছেন—
“অভিনন্দন, তাইজুল। আমি দেখছি, তুই যখন তোর ক্যারিয়ার শেষ করবি, তখন তোর ঝুলিতে ৪০০ উইকেট থাকবে। শুভকামনা।”
বাংলাদেশের হয়ে ৭১ টেস্টে ২৪৬ উইকেট শিকার করে এতদিন দেশের সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন সাকিব। তাকে পেছনে ফেলতে তাইজুলের লেগেছে মাত্র ১০২ ইনিংস। চলমান সিরিজে খেলছেন তিনি ক্যারিয়ারের ৫৭তম ম্যাচ।
এখন তাইজুলের সামনে আরও বড় সুযোগ—বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টেস্টে ২৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করা। মিরপুর টেস্টের পঞ্চম দিনে আর মাত্র ১টি উইকেট পেলেই পূরণ হবে সেই নতুন ইতিহাস। ইতোমধ্যে তার উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ২৪৯।
বাংলাদেশ ক্রিকেটে তাইজুলের এই অর্জন শুধু রেকর্ড ভাঙা নয়—এটি জাতীয় দলের বোলিং শক্তির নতুন এক অধ্যায় রচনা করল।
Leave a Reply
You must be logged in to post a comment.