একটি সাধারণ শহরের অসাধারণ কিছু তরুণ, যারা সীমিত সামর্থ্য নিয়েও থেমে থাকেনি—তাদের স্বপ্নপূরণের গল্প নিয়েই তৈরি হয়েছে ‘সুপারবয়েজ অব মালেগাঁও’। রীমা কাগতির পরিচালনায় চলতি বছরের ফেব্রুয়ারিতে সিনেমাটি মুক্তি পেয়েছিল প্রেক্ষাগৃহে, আর এবার এটি আসছে ওটিটি প্ল্যাটফর্মে।
২৫ এপ্রিল ২০২৫ থেকে ছবিটি দেখা যাবে প্রাইম ভিডিওতে। তবে শুধুমাত্র সাবস্ক্রিপশন থাকলেই হবে না, আলাদাভাবে ৩৪৯ টাকা দিয়ে ভাড়া করে দেখতে হবে এই আলোচিত চলচ্চিত্রটি।
২০০৮ সালের প্রামাণ্যচিত্র ‘সুপারম্যান অব মালেগাঁও’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত এই ফিচার ফিল্মে তুলে ধরা হয়েছে নাসির শেখ নামের এক তরুণের গল্প—যিনি পেশাদার নন, কিন্তু বন্ধুদের সঙ্গে মিলে সিনেমা বানানোর এক অদম্য স্বপ্ন লালন করেন। তার স্বপ্ন আর বাস্তবতার লড়াইয়ে জন্ম নেয় এক আবেগঘন যাত্রা।
এই ছবিতে শুধু একজনের স্বপ্ন নয়, ফুটে উঠেছে এক গোষ্ঠীর বন্ধুত্ব, সংগ্রাম আর শিল্পের প্রতি ভালোবাসা। গল্পটি আমাদের মনে করিয়ে দেয়—স্বপ্ন দেখার কোনো মূল্য নেই, তবে তা বাস্তবে রূপ দেওয়ার সাহসটাই মানুষকে আলাদা করে তোলে।
ছবিটির চিত্রনাট্য লিখেছেন বরুণ গ্রোভার এবং প্রযোজনা করেছেন ঋতেশ সিধওয়ানি, ফারহান আখতার, জোয়া আখতার ও রীমা কাগতি। অ্যামাজন এমজিএম স্টুডিওস, এক্সেল এন্টারটেইনমেন্ট ও টাইগার বেবি যৌথভাবে এটি প্রযোজনা করেছে।
অভিনয়ে রয়েছেন আদর্শ গৌরব, শশাঙ্ক অরোরা, বিনীত কুমার সিং, মুসকান জাফেরি, অনুজ সিং দুহান, সাকিব আয়ুব ও মঞ্জিরি পুপালা।
মালেগাঁও শহরের ব্যতিক্রমী চলচ্চিত্র নির্মাণ ঐতিহ্যকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এই সিনেমার প্রেক্ষাপট। বাস্তবতাকে ফিকশনের মোড়কে রূপ দেওয়া এই গল্পটি ইতিমধ্যেই টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়েছে।
পিংকভিলার ভাষ্যে—‘এটি কেবল একটি চলচ্চিত্র নয়, বরং স্বপ্ন দেখা মানুষদের প্রতি ভালোবাসায় ভরা এক শ্রদ্ধার্ঘ্য।’
Leave a Reply