উত্তর গাজার আল আলী হাসপাতালে এক ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। চিকিৎসকরা যখন আহত ও অসুস্থদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন, ঠিক তখনই সংঘটিত হয় এই হামলা।
এই হামলার মাত্র কিছুক্ষণ আগেই ইসরায়েলি সেনাবাহিনী নতুন করে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় নুসাইরাত শরণার্থী শিবির এবং দক্ষিণ গাজার খান ইউনিসের বাসিন্দাদের জন্য। ফলে অঞ্চলজুড়ে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিকে, কায়রোতে মিশরীয় মধ্যস্থতায় হামাসের একটি প্রতিনিধি দল যুদ্ধবিরতির আলোচনায় অংশ নিচ্ছে। কিন্তু যুদ্ধবিরতির আলোচনা চলাকালীনও এই ধরনের হামলা নতুন করে প্রশ্ন তুলছে মধ্যপ্রাচ্য সংকটের স্থায়ী সমাধান নিয়ে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলমান ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত নিহত হয়েছে কমপক্ষে ৫০,৯১২ জন ফিলিস্তিনি, আহত হয়েছে ১,১৫,৯৮১ জন। অন্যদিকে, গাজার রাষ্ট্রীয় মিডিয়া অফিস জানায়, প্রকৃত মৃতের সংখ্যা ৬১,৭০০ ছাড়িয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে এখনও আটকে রয়েছে হাজারো মানুষ।
অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে চালানো এক হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১,১৩৯ জন, বন্দি করা হয়েছিল দুই শতাধিক মানুষকে।
Leave a Reply