সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ঘোষণা করেছেন যে যুক্তরাষ্ট্রে সৌদি আরবের বর্তমান ৬০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ বাড়িয়ে প্রায় ১ ট্রিলিয়ন ডলার করা হবে। মঙ্গলবার (১৮ নভেম্বর) হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। বুধবার (১৯ নভেম্বর) আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ খবর উঠে আসে।
বৈঠকে যুবরাজ এমবিএস বলেন, ‘আমি বিশ্বাস করি, প্রেসিডেন্ট ট্রাম্প, আজ অথবা কাল আমরা ঘোষণা করতে পারব যে, আমরা প্রকৃত বিনিয়োগের জন্য সেই ৬০০ বিলিয়ন ডলারকে প্রায় ১ ট্রিলিয়ন ডলারে নিয়ে যেতে পারব।’
এ ঘোষণায় বিস্মিত ট্রাম্প জিজ্ঞেস করেন, ৬০০ বিলিয়ন ডলার কি সত্যিই ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত হবে? জবাবে যুবরাজ নিশ্চয়তার সাথে বলেন, ‘অবশ্যই, কারণ আমরা যা স্বাক্ষর করছি সে অনুযায়ী তেমনটাই হওয়ার কথা।’
ট্রাম্প সৌদি আরবের এই বিনিয়োগ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্রে ৬০০ বিলিয়ন ডলারের বিনিয়োগের জন্য তিনি যুবরাজকে ধন্যবাদ জানাচ্ছেন। পাশাপাশি মজার ছলে যোগ করেন, যেহেতু যুবরাজ তার বন্ধু, তাই এই বিনিয়োগ ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত হতে পারে, তবে যুক্তরাষ্ট্রকেও এর জন্য কিছু পদক্ষেপ নিতে হবে।
যুবরাজ আরও জানান, যুক্তরাষ্ট্র ও সৌদি আরব প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), চুম্বক প্রযুক্তিসহ বিভিন্ন খাতে নতুন চুক্তি স্বাক্ষর করবে, যা দুই দেশের মধ্যে বড় ধরনের বিনিয়োগ সুযোগ সৃষ্টি করবে।
এদিকে, যুক্তরাষ্ট্রে সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্সেস রিমা বিনতে বন্দর আল-সৌদ দুই দেশের মধ্যে স্বাক্ষরিত গুরুত্বপূর্ণ চুক্তিগুলোকে স্বাগত জানিয়েছেন। এক্সের পোস্টে তিনি বলেন, এসব চুক্তি দুই দেশের বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে এবং আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় পারস্পরিক অঙ্গীকারকে আরও জোরদার করবে।
Leave a Reply
You must be logged in to post a comment.