নারী ক্রিকেট বিশ্বকাপের বাছাইপর্বে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে বাংলাদেশ সময় বিকেল ৩টায় মুখোমুখি হবে আইরিশ নারীরা।
প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ১৭৮ রানের বড় ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসে টইটম্বুর নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল। শক্তিশালী এই শুরু তাদের আজকের ম্যাচেও জয়ের ধারাবাহিকতা বজায় রাখার দারুণ সুযোগ করে দিচ্ছে।
অন্যদিকে, টুর্নামেন্টে আয়ারল্যান্ডের শুরুটা ছিল হতাশাজনক। প্রথম ম্যাচে তারা হেরে বসে পাকিস্তানের কাছে ৩৮ রানে। দ্বিতীয় ম্যাচেও ভাগ্যে জুটেছে পরাজয়, এইবার মাত্র ৬ রানে হারে ওয়েস্ট ইন্ডিজের কাছে। ফলে বাংলাদেশের বিপক্ষে আজকের ম্যাচে নিজেদের অবস্থান মেরামত করতে মরিয়া থাকবে আইরিশরা।
এই ম্যাচ ছাড়াও বাছাইপর্বে বাংলাদেশ দল এখনো স্কটল্যান্ড (১৫ এপ্রিল), ওয়েস্ট ইন্ডিজ (১৭ এপ্রিল), ও পাকিস্তানের (১৯ এপ্রিল) বিপক্ষে মাঠে নামবে।
জ্যোতিরা যে গতিতে শুরু করেছে, তাতে করে এবার বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার স্বপ্নটা ধীরে ধীরে বাস্তবের পথে হাঁটছে।
Leave a Reply