1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৩:৩৫ অপরাহ্ন

শততম টেস্টে আবেগঘন সম্মাননা পেলেন মুশফিক ক্যাপ পরিয়ে দিলেন বাশার-আকরাম, আবেগে ভাসলেন শান্তও

স্পোর্টস ডেস্ক
  • Update Time : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৭ Time View

লর্ডসে অভিষেকের সময় যেমন হাবিবুল বাশার হাতে ক্যাপ তুলে দিয়েছিলেন, ঠিক তেমনভাবেই শততম টেস্টের দিন আবারও সেই বাশারের হাত থেকেই সম্মাননা ক্যাপ পেলেন মুশফিকুর রহিম। বিদায়ী টেস্ট ঘিরে তৈরি হলো আবেগঘন পরিবেশ, যেখানে ছিল সতীর্থদের শ্রদ্ধা, পরিবারের উপস্থিতি এবং টেস্ট অধিনায়ক শান্তর হৃদয়ছোঁয়া বক্তব্য।

২০০৫ সালে লর্ডসে হাবিবুল বাশারের হাতে অভিষেক টেস্টের ক্যাপ পেয়েছিলেন মুশফিকুর রহিম। দীর্ঘ ১৯ বছরের পথচলার শেষে শততম টেস্টেও সেই আবেগঘন স্মৃতি আবার ফিরে এল। বুধবার (১৯ নভেম্বর) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ–আয়ারল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট শুরুর আগে মুশফিককে স্মারক ক্যাপ পরিয়ে দেন তার অভিষেকের অধিনায়ক হাবিবুল বাশার।

বাংলাদেশ ক্রিকেটে এটিই প্রথম কোনো ক্রিকেটারের শততম টেস্ট—তাই ম্যাচটিকে ঘিরে ছিল বিশেষ উচ্ছ্বাস। টসের পর মাঠে জড়ো হন বাংলাদেশ দলের বর্তমান ক্রিকেটাররা, সাপোর্ট স্টাফ, মুশফিকের বাবা-মা, স্ত্রী এবং সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এমনকি আয়ারল্যান্ড দলও অংশ নেয় পুরো আয়োজনটিতে। প্রায় ১৫ মিনিটের এই ছোট অনুষ্ঠানটি ছিল পুরোপুরি আবেগে ভরা।

টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মুশফিককে আদর্শ হিসেবে বর্ণনা করে বলেন—
“অভিনন্দন, এটি আপনার এবং আপনার পরিবারের জন্য এক অনন্য অর্জন। আপনার সঙ্গে খেলাটা সবসময় উপভোগ করেছি। আপনি শুধু জেদের নয়, দলের জন্য যুদ্ধ করার প্রতীক। তরুণদের জন্য আপনি অনুপ্রেরণা।”

মুশফিকের হাতে ব্যাগি ক্যাপ তুলে দেন আকরাম খান। পাশাপাশি প্রথম টেস্ট থেকে বর্তমান পর্যন্ত দু’টি স্মারক জার্সি উপহার দেওয়া হয় তাকে।
একটিতে ছিল তার বর্তমান সতীর্থদের স্বাক্ষর, আর অন্যটিতে প্রথম টেস্টের সতীর্থদের স্বাক্ষর। জার্সি দু’টি তুলে দেন হাবিবুল বাশার ও শান্ত।

পরিবার, সতীর্থ ও ভক্তদের উদ্দেশে মুশফিক বলেন—
“আমার পরিবার, স্ত্রী, সতীর্থ, বন্ধু এবং সকল ভক্তদের ধন্যবাদ। বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যতের জন্য শুভকামনা রইল। আমি দলের জন্য সর্বোচ্চটা দিয়ে যেতে চাই।”
সাথে আয়ারল্যান্ড দলের উপস্থিতির জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এক অনন্য অধ্যায় যোগ হলো—মুশফিকের শততম টেস্ট, যা শুধু একটি পরিসংখ্যান নয়, বরং দুই দশকের আবেগ, ত্যাগ ও অর্জনের সম্মিলিত উদযাপন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss