জার্মান ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ম্যাচ ‘ডার ক্লাসিকার’—বায়ার্ন মিউনিখ বনাম বরুশিয়া ডর্টমুন্ডের দ্বৈরথ এবারও ফুটবলপ্রেমীদের উপহার দিলো রুদ্ধশ্বাস উত্তেজনা। তবে গোলের সৌন্দর্য থাকলেও জয় উদযাপনের সুযোগ পেল না কোনো পক্ষ। ম্যাচটি ২-২ সমতায় শেষ হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) রাতে মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় স্বাগতিক বায়ার্নের মুখোমুখি হয় ডর্টমুন্ড। প্রথমার্ধে কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধে জমে ওঠে ম্যাচ।
৪৮তম মিনিটে ডর্টমুন্ডের মাক্সিমিলিয়ান বাইয়ার দুর্দান্ত হেডে এগিয়ে যায় সফরকারী দলটি। তবে বায়ার্ন খুব বেশি সময় অপেক্ষা করেনি। ৫৪তম মিনিটে রাফায়েল গেররেইরোকে মাঠে নামিয়ে কৌশল বদলান কোচ ভিনসেন্ট কোম্পানি। তার ফল মেলে ৬৫তম মিনিটে—টমাস মুলারের পাস ধরে সমতাসূচক গোল করেন গেররেইরো।
তাতেই ক্ষান্ত হয়নি বায়ার্ন। মাত্র চার মিনিট পর, ৬৯তম মিনিটে ইয়োসিপ স্টানিসিচের পাসে বদলি নামা সের্জ গেনাব্রি গোল করে এগিয়ে দেন দলকে।
কিন্তু জয় ধরা দিল না। ৭৫তম মিনিটে ডর্টমুন্ডের ভাল্ডেমার আন্টন কাছ থেকে দারুণ এক ফিনিশে গোল করে সমতা ফেরান। তিন দিন আগে চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার বিপক্ষে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়া ডর্টমুন্ডের জন্য এই ম্যাচে এক পয়েন্টও স্বস্তির।
ড্রয়ের ফলে ২৯ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই আছে বায়ার্ন মিউনিখ। ৬৩ পয়েন্ট নিয়ে তাদের পেছনে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার লেভারকুজেন। অন্যদিকে, দুর্বল মৌসুম কাটানো ডর্টমুন্ড ২৯ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে আছে অষ্টম স্থানে।
Leave a Reply