রাজশাহীর পবা উপজেলার মোহনপুর রেলক্রসিংয়ে আবারও রেললাইনের ভাঙা অংশ দিয়ে ট্রেন চলাচলের ঘটনা ঘটেছে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। রোববার (১৩ এপ্রিল) ভোররাতে এই ঘটনা ঘটে। রাজশাহী থেকে ছেড়ে যাওয়া বনলতা এক্সপ্রেস এবং চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস—দুইটি ট্রেনই ক্ষতিগ্রস্ত রেলপথ দিয়ে স্বাভাবিকভাবে চলাচল করে, যদিও লাইনে ত্রুটি ছিলো।
স্থানীয় পথচারীরা সকালে রেললাইনের ভাঙা অংশটি লক্ষ্য করে তাৎক্ষণিকভাবে রেলওয়ে কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে সকাল ৮টার দিকে পশ্চিমাঞ্চল রেলওয়ের একটি দল ঘটনাস্থলে পৌঁছে জরুরি মেরামতকাজ শুরু করে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) আহসান হাবিব জানান, “রেললাইন ফাটলেও চলাচল বন্ধ হয়নি। খবর পাওয়ার পরপরই আমাদের টিম মেরামতের কাজে লেগে পড়ে।”
তবে এই একই স্থানে পূর্বেও রেললাইন ভেঙে যাওয়ার রেকর্ড রয়েছে। পুনরায় একই সমস্যা দেখা দেওয়ায় রেলওয়ের রক্ষণাবেক্ষণ ও নজরদারির মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। একাধিকবার মেরামতের পরও বারবার এমন ঘটনা ঘটে যাওয়া রেলওয়ের গাফিলতির ইঙ্গিত দেয় বলেও মত তাদের।
এ ধরনের ত্রুটি ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করতে পারে বলে মনে করছেন পরিবহন নিরাপত্তা সংশ্লিষ্টরা।
Leave a Reply