বাংলাদেশ পুলিশের ইউনিফর্মে এলো দৃশ্যমান পরিবর্তন। বহু প্রতীক্ষার পর শনিবার (১৫ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে নতুন লৌহবর্ণের পোশাক পরিধান করে মাঠে নামলেন দেশের মহানগর ও বিশেষায়িত ইউনিটের পুলিশ সদস্যরা। ঢাকাসহ সব মহানগর পুলিশ ইউনিট আজ থেকেই এই নতুন পোশাকে দায়িত্ব পালন শুরু করেছে, যা রাজধানীর নিরাপত্তা ব্যবস্থাপনায় যুক্ত করেছে এক নতুন রূপ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, ডিএমপির সদস্যরা আজ থেকেই নতুন পোশাকে মাঠে দায়িত্ব পালন করছেন। শহরের বিভিন্ন এলাকায় ডিএমপির বিভিন্ন ইউনিটকে নতুন ইউনিফর্মে দেখা গেছে—যা নাগরিকদের দৃষ্টিতে পুলিশের নতুন পরিচয়কে আরও দৃশ্যমান করেছে।
এর আগে সহকারী পুলিশ মহাপরিদর্শক (মিডিয়া) এ এইচ এম সাহাদাত হোসেন জানিয়েছিলেন, ডিএমপি, সিএমপি, হাইওয়ে পুলিশ, রিভার পুলিশ ও পিবিআইসহ বিশেষায়িত ইউনিটগুলো প্রথমে এই নতুন পোশাক ব্যবহার করবে। পরে পর্যায়ক্রমে রেঞ্জ ও জেলা পর্যায়ের পুলিশ সদস্যরাও নতুন পোশাক পাবেন।
জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর বৃহত্তর সংস্কার কর্মসূচির অংশ হিসেবে গত ২০ জানুয়ারি বাংলাদেশ পুলিশ, আনসার-ভিডিপি ও র্যাবের ইউনিফর্মের রঙ পরিবর্তনের সিদ্ধান্ত অনুমোদিত হয়। এই পরিবর্তনের লক্ষ্য—বাহিনীগুলোর জন্য আধুনিকতা, জবাবদিহিতা ও নতুন পরিচয়ের প্রতীক তৈরি করা।
Leave a Reply
You must be logged in to post a comment.