আন্তর্জাতিক আইন অনুযায়ী পদ্মা নদীর ন্যায্য হিস্যা পাওয়ার অধিকার বাংলাদেশের মানুষের—এ কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দিয়েছেন, তার দল ক্ষমতায় এলে গঙ্গা ব্যারেজ নির্মাণ করে পদ্মার পানি সংরক্ষণ করা হবে। শনিবার (১৫ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে ‘পদ্মা বাঁচাও’ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ২০২৬ সালে গঙ্গা (পদ্মা) নদীর পানি বণ্টন চুক্তি শেষ হওয়ার পর ভারতের ভূমিকা কী হবে তা অনিশ্চিত। তাই দুর্বল সরকার নয়, শক্তিশালী নেতৃত্বই পারে পদ্মাপাড়ের মানুষের ভবিষ্যৎ রক্ষা করতে।
মির্জা ফখরুল অভিযোগ করেন, দেশের জনগণ আর ভারতের দাদাগিরি দেখতে চায় না। তিনি সমমর্যাদার ভিত্তিতে ভারতের সহযোগিতা চেয়ে বলেন, অন্যথায় বাংলাদেশকে কখনোই প্রকৃত বন্ধু হিসেবে পাবে না ভারত। একইসঙ্গে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ করে বলেন, দিল্লিতে বসে তিনি মানুষ মারার হুমকি দিচ্ছেন এবং মামলার রায়কে কেন্দ্র করে গোলযোগ তৈরির ষড়যন্ত্র চলছে। দেশের স্বার্থ রক্ষায় ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে সবাইকে সৈনিকের মতো দায়িত্ব পালন করতে হবে।
জামায়াতকে ইঙ্গিত করে বিএনপি মহাসচিব বলেন, একসময় পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে হাত মিলিয়ে দেশে গণহত্যা চালানো দলটি এখন নতুন নতুন দাবি তুলে ক্ষমতায় যেতে চায়। জনগণ তাদের বিশ্বাস করে না এবং সহজে ভোটও দেবে না। তার দাবি, নির্বাচনে পরাজয়ের আশঙ্কায় জামায়াত নানা কৌশল করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়েই নির্বাচন হতে হবে। নির্বাচন পিছোতে থাকলে দেশ আরও দুর্বল হয়ে পড়বে, আর রাজনৈতিক অস্থিরতাও বাড়বে। দেশের ভবিষ্যৎ সুরক্ষায় দ্রুত নির্বাচনের প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি।
Leave a Reply
You must be logged in to post a comment.